বিজয় হয়েছে, তবে কার? - TopicsExpress



          

বিজয় হয়েছে, তবে কার? বিজয়ের মাসেই আমি রাজাকার! ======================================== সাম্প্রতিক ৩টি ঘটনার আদ্যোপান্ত চিন্তা করে গবেষনার দিকে আগাতে হবে না, এই গঠনাগুলোর যোক্তিকতা খেয়াল করলেই ফলাফল সামনে চলে আসে এবং বুঝে নিতে পারা যায় বিজয় হয়েছে কার। ★পর্যবেক্ষণ ০১ জঙ্গী নিরোধনের অযুহাতে দেশের(কাল্পনিক) মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রবেশ। ★পর্যবেক্ষণ ০২ আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে ভারতীয় নেতাদের আওয়ামীলীগের বড় বড় নেতা বলে স্বীকার করা ও ভারতের পররাষ্ট্রনীতি অনুযায়ী মার্কিনীদের তাচ্ছিল্য করা। ★পর্যবেক্ষণ ০৩ বাংলাদেশের সাংসদদের দেওয়া বেতন ভাতার তথ্য চাওয়া ভারতের লোকসভার সচিবালয় এবং তা সরবরাহ করা। উপরিউক্ত আলোচনা প্রমাণিত সত্য, এখন কথা হচ্ছে ঘটনাদি আমাদের স্বতন্ত্র দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বকে কি কোন ভাবে প্রশ্নবিদ্ধ করছে না আমরাই বাড়াবাড়ি করছি। ========================================== ★পর্যবেক্ষণ ০১ বিষয়ে যৌক্তিক প্রশ্ন দেশে জঙ্গী নিরোধনে কি আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা যথেষ্ট নয়? আমার দেশের সামরিক বাহিনী সারা বিশ্বে প্রশংসিত, অন্য দেশের স্বাধীনতা রক্ষায় ইতোমধ্যে সফল হয়েছে তবে নিজের দেশের সমস্যা সমাধানে কেন এই বাহিনী অপারগ হচ্ছে? নাকি তাদের প্রয়োজনীয়তা শেষ? ★পর্যবেক্ষণ ০২ বিষয়ে যৌক্তিক প্রশ্ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একজন পদস্থ ও দায়ীত্বশীল ব্যক্তি। উনার কথা ফেলে দেওয়ার মতো না, বুঝে শুনেই কথা গুলো বলছিলেন, না বুঝে কিংবা মদ্যপ অবস্থায় বললেতো জাতির কাছে সরি চেয়ে নিতেন কিন্তু তাতো করেননি! তার মানে কি, উনি জেনে বুঝেই এটি করেছিলেন। অন্যদেশের পদস্থ ব্যক্তি কি করে আমাদের দেশের একটি রাজনৈতিক দলের নেতা হন? অন্যদেশের পদস্থ ব্যাক্তিবরগের প্রতি এরুপ আচরণতো আমাদের পররাষ্ট্রনীতিতে নেই, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে love to all marriage to none. ★পর্যবেক্ষণ ০৩ বিষয়ে যৌক্তিক প্রশ্ন বাংলাদেশের সাংসদদের বেতনভাতা, সুযোগ সুবিধার তথ্য চেয়েছে ভারতীয় সচিবালয়, আমাদের কেবিনেট সুবোধ বালকের মতো তা পাঠিয়ে দিয়েছে! বুঝতেছিনা তারা কেন তথ্য চাইবে, চাওয়া মাত্রই আমরাও কেন তথ্য দিতে বাধ্য থাকব? আমরা কখন তাদের দেশের একান্ত তথ্য চেয়েছি বা মিয়ানমার সংসদের তথ্য চেয়েছি? চাইলেই কি তারা তথ্য সরবরাহ করবে? তবে আমরা কেন বাধ্য হচ্ছি? সব প্রশ্নের একটা উত্তর আমার মাথায় আসতেছে, আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি। যা আছে কেবল লোক দেখানো! আমার সাথে অনেকেই দ্বিমত পোষন করতে পারেন, তবে আমার প্রশ্নগুলোর উত্তর করে দ্বিমত পোষন করলে খুশি হব। জয় হিন্দ
Posted on: Mon, 01 Dec 2014 07:53:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015