বিধানসভায় পার্থ - TopicsExpress



          

বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় তার বক্তৃতার সময় এক গল্প বললেন... . “এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়। . # ১ম_ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না। . # ২য়_ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না। . # ৩য়_ছেলে ৫টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।“ . পার্থ চট্টোপাধ্যায় আরও বলতে লাগলেন যে “আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই রাজ্য উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে।” . . পিছন থেকে আওয়াজ আসলোঃ . . . . . . . . . . “সেটাতো ঠিকই আছে, কিন্তু বাকি ৯৫ টাকা গেলো কোথায়????” (Written by= Bimol Prasad )
Posted on: Thu, 13 Nov 2014 06:29:08 +0000

Recently Viewed Topics




© 2015