বাবা বেঁচে থাকতে বলতেন, - TopicsExpress



          

বাবা বেঁচে থাকতে বলতেন, শোন মানুষকে বিশ্বাস করবি না হয় পাপ হবে , কারো লাভ করতে না পারলে ক্ষতি করবি না । মানুষের চাইতে বড় সত্য আর উপরে কেউ নেই । আজ বাবা নেই , থাকলে বলতাম তোমার মানুষকে বিশ্বাস করে ... আমাকে ফতুর করে দিয়েছে , সময়ের গ্যাড়াকলে আজ তোমার ছেলেকে কোনো কাছের মানুষ বিশ্বাস করেনা , অবিশ্বাস করে প্রতিনিয়ত । তোমার মানুষকে বিশ্বাসের মূল্য দিতে গিয়ে আজ আমি শূন্য । এই সমাজে কোনো বিশ্বাস নামের কেউ বাস করেনা বাবা ...। অবিশ্বাস বাবু প্রতিদিন ঘুরাফেরা করে মানুষ নামের প্রাণীটির আশেপাশে । তাকেও আজকাল পাশে রাখতে হয় বাবা । দুঃখিত বাবা অবিশ্বাস বাবুর সাথে আমার আজকাল উঠাবসা .
Posted on: Thu, 07 Nov 2013 18:54:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015