বিবর্তনবাদ একটি - TopicsExpress



          

বিবর্তনবাদ একটি বিতর্কিত বৈজ্ঞানিক মতবাদ ... অধিকাংশ জীববিজ্ঞানী একে উর্বর মস্তিষ্কের কল্পনা বলেছেন ... যাইহোক, আমরা একে (বিজ্ঞানীদের ভাষায়) সর্বোচ্চ Hypothesis বলতে পারি ... মনে রাখবেন, এটা তো প্রমাণিত সত্য নয়ই বরং ভিত্তিহীন ... একাদশ - দ্বাদশ শ্রেণির সাহিত্য পাঠ বইয়ের মানব বন্দনা কবিতায় সুকৌশলে বিবর্তনবাদ ঢুকানো হয়েছে ... ২৪৪ পৃষ্ঠা দেখুন লয়ে সলাঙ্গুল দেহ, স্থুলবুদ্ধি তুমি জন্মিলে জগতে! লয়ে সলাঙ্গুল দেহ অর্থ লেজ বিশিষ্ট বানরজাতীয় প্রাণির বিবর্তিত ও বিকশিত রূপই বর্তমান মানুষ!!! আজব! কবিতার মধ্য বিবর্তনবাদ!! প্রাণিবিজ্ঞানে বিবর্তনবাদ নিয়ে আলোচনা হয়েছে .. সেগুলো দুইধরণের মতবাদ নিয়েই আলোচিত হয়ে কিন্তু এখানে বিবর্তনবাদকে ধ্রুব সত্য (!) বানানো হয়েছে এবং একেই বলা হচ্ছে সৃষ্টির রহস্য ... মনে হচ্ছে তথাকথিত মুক্তমনাদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে পাঠ্যপুস্তক বোর্ড!
Posted on: Tue, 13 Jan 2015 00:56:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015