বিয়ের আগে - TopicsExpress



          

বিয়ের আগে অবিবাহিত ছেলেদের চিন্তা থাকে এরকম, "হায় আল্লাহ! দিন দিন আমি বুইড়া হইয়া যাইতাছি! আব্বা- আম্মা আমারে বিয়া করায় না কেন! তারা ক্যান বুঝে না বউ ছাড়া আমি কত কষ্টে আছি! বউ ছাড়া আমার রাইত কাটে না! দিন কাটে না! বউ ছাড়া আমি খাইতে পারি না! শুইতে পারি না! বউ ছাড়া যে আমার সব কিছু বড্ড ফাঁকা ফাঁকা মনে হয়! বউহীন এ জীবন আর ভাল- লাগে না! আব্বা! ও আব্বা! আমারে তাড়াতাড়ি বিয়া করা আমি বিয়া করুম! আর বিয়ের কিছুদিন পর ছেলেরা ভাবে, "হায় আল্লাহ! ক্যান যে বিয়া করলাম! বউ তো আমার জীবনডারে নরক বানাইয়া দিলো! বউয়ের কারণে রাইতে জ্বালা, দিনে জ্বালা! খাইতে জ্বালা, শুইতে জ্বালা! আইতে জ্বালা! যাইতে জ্বালা! বইতে জ্বালা! খাড়াইতে জ্বালা! বিবাহিত এই জীবন আর সহ্য হয় না! আব্বা! ও আব্বা! আমি বউ থেইক্কা মুক্তি চাই। ভাল লাগলে লাইক দিয়া একটিভ থাকুন । HB Naim
Posted on: Sat, 28 Sep 2013 09:16:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015