বাংলাদেশ ক্রিকেট - TopicsExpress



          

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকামেরে দিয়ে নিজেদের জাতিসত্তা আরেকবার প্রমানকরলো ইন্ডিয়ান লাইভ টেলিকাস্ট স্পোর্টস প্রতিষ্ঠান নিমবাস(neo cricket)। ২০০৬ সালের নভেম্বরে নিমবাসের সাথে চুক্তি স্বাক্ষর হয় বিসিবির। ‘স্বপ্নের’ নিমবাস চুক্তি শেষহয়েছে ২০১২ সালের জুলাইয়ে। সেই টেলিভিশন স্বত্ব চুক্তির পুরো টাকা বিসিবি তো পায়ইনি, উল্টো টাকা আদায়ের জন্য আইনি প্রক্রিয়ায় গিয়ে সিঙ্গাপুরভিত্তিক আইনি পরামর্শককেও দিচ্ছে মোটা অঙ্কের ফি। ৫৬.৮৮মিলিয়ন ডলারের নিমবাস চুক্তি থেকে এখন পর্যন্ত মাত্র ১৪ মিলিয়ন ডলারের মতো পেয়েছে বিসিবি।নির্মাণ খরচ বাদ দিয়ে বকেয়া পাওনারপরিমাণ এখনো ২১-২২ মিলিয়ন ডলার। বকেয়া টাকা আদায়ের জন্য নিমবাসের বিরুদ্ধে ইন্ডিয়ান আদালতে মামলা করে বিসিবি। প্রাথমিক শুনানির পর মূল শুনানির তারিখ ঠিক হয়েছিল ১৮ নভেম্বর।শুনানিতে উপস্থাপনের জন্য বিসিবি প্রয়োজনীয় কাগজপত্রওগোছাতে শুরু করেছিল। এর মধ্যেই এলদুঃসংবাদ—অনির্দিষ্টকালের জন্যস্থগিত হয়ে গেছে বিসিবি-নিমবাসচুক্তিসংক্রান্তসালিসের শুনানি।সময়মতো ব্যাংকঋণ শোধ না করায়ভারতের আদালতে মামলা হয়েছে নিমবাস কমিউনিকেশনস লিমিটেডেরবিরুদ্ধে। বোর্ড সূত্র জানিয়েছে, ওইমামলার সুরাহা হওয়ার আগ পর্যন্তবিসিবির সঙ্গে সালিসে আর এগোতে পারবে না নিমবাস। স্থগিত থাকবে শুনানি। এরপরেউ কি আমরা ইন্ডিয়ার সমর্থন করব ??? #সপ্নহীন শাওন
Posted on: Sat, 23 Nov 2013 02:09:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015