বাংলাদেশ নিয়ে ভারতীয় - TopicsExpress



          

বাংলাদেশ নিয়ে ভারতীয় পত্রিকায় অপপ্রচার: কে এই দীপাঞ্জন রায় চৌধুরী? নাজমুল আহসান রাজু : ভারতের পত্রিকা ‘ইকোনমিক টাইমস অব ইন্ডিয়া’য় একটি প্রতিবেদনে আজগুবি শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটাতে চাইছে জামায়াতে ইসলামী। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা করবেন। গতকাল বৃহস্পতিবার ‘ইকোনমিক টাইমস অব ইন্ডিয়ার’ অনলাইন সংস্করণে ‘ইন্ডিয়া সাসপেক্টস কপ ইস বাংলাদেশ, জেআই প্লানস টু ডি-স্ট্যাবিলাইস শেখ হাসিনা গবর্নমেন্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনের লেখক দীপাঞ্জন রায় চৌধুরী। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঢাকা থেকে তথ্য পেয়েছে যে, আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামী সেনাবাহিনীর কয়েকজন উগ্রপন্থী সদস্যের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরিকল্পনা করেছে। প্রতিবেদনটির লেখক দীপাঞ্জন রায় চৌধুরী এর আগেও এমন আজগুবি অনেক প্রতিবেদন লিখেছেন। এরআগেও ভুয়া প্রতিবেদনে হইচই ফেলে দিয়েছিলেন। এর আগে এই দীপাঞ্জন রায় চৌধুরীই লিখেছেন বিএনপি আইএসআই এর কাজ থেকে ৫০ মিলিয়ন রুপি (মানে ৫ কোটি রুপি) নিয়েছে। বিএনপির পক্ষ থেকে তখন প্রতিবাদ করা হয়েছিল যে খবরটি ভুয়া। এমন একটি খবর প্রচারে মূল ভূমিকা পালন করেছিলেন দীপাঞ্জন রায় চৌধুরী। শুধু তাই নয় তিনি ৫ কোটি রুপিকে ৫০ কোটি বানিয়েও প্রচার করেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম নেয়া এই বাঙালি সাংবাদিক বাংলাদেশের পত্রিকা প্রথম আলোর নয়াদিল্লী প্রতিনিধি। তিন ভারতের সাপ্তাহিক ‘ইন্ডিয়া টুডে’ এর বাংলাদেশ সংবাদদাতা। চরম বাংলাদেশ বিরোধী লেখক হিরন্ময় কার্লেকার তার বন্ধু। হিরন্ময় কার্লেকারের ‘বাংলাদেশ দি নেক্স আফগানিস্তান’ বইয়ের ভূমিকায় অনেকেই ধন্যবাদ দিয়েছেন তার মধ্যে শাহারিয়ার কবির ও দীপাঞ্জন রায় চৌধুরী অন্যতম। কার্লেকার মধ্যে দীপাঞ্জন রায় চৌধুরীকে প্রথম আলো পত্রিকার নয়াদিল্লী প্রতিনিধি ও বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ বলে পরিচয় করিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দীপাঞ্জন রায় চৌধুরী তার পরিচয় দিয়েছেন ডেইলী মেইল ও কুয়েত ভিত্তিক সংবাদ সংস্থা কুনার (KUNA) দিল্লী প্রতিনিধি। তার আগ্রহ (ইন্টারেস্ট) এর মধ্যে রয়েছে শেখ হাসিনাকে প্রাধান্য দেয়া হয়েছে। দীপাঞ্জন রায় চৌধুরীর অনেকগুলো প্রতিবেদন দৈনিক প্রথম আলোতে প্রকাশ হয়েছে। তবে এখন আর সেগুলো প্রথম আলোর আর্কাইভে পাওয়া যাচ্ছে না। ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় ‘হাসিনার বিরুদ্ধে মিলিটারী ক্যু’, ‘হাসিনাকে ভারতের স্বার্থেই সাহায্য করা দরকার’, এবং ‘মৌলবাদ দমনে হাসিনার সাফল্যে অভিভূত মনমোহন’, শীর্ষক প্রতিবেদন লিখেছেন। বিশ্লেষকরা মনে করে, সরকার পাহাড়সম ব্যর্থতা ঢাকতে আজগুবি খবর নিয়ে হাজির হন দীপাঞ্জন রায় চৌধুরী। বাংলাদেশ সরকারের হয়ে তিনি ভারতের সরকারের মধ্যে শঙ্কা ও উদ্বেগ সৃষ্টিতে ভূমিকা রাখছেন। সময়ে সময়ে বিভ্রান্তিকর তথ্য হাজির করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার রসদ যোগাচ্ছেন। ২০১২ সালের ৩ মার্চ সংযুক্ত ভারতীয়দের দ্বারা পরিচালিত আরব-আমিরাত (দুবাই থেকে প্রকাশিত) পত্রিকা খালিজ টাইমসের অনলাইন সংস্করণে প্রচার করা হয় খালেদা জিয়া আইএসআইয়ের কাছ থেকে ৫ কোটি রুপি নিয়েছেন। ১৯৯১ সালের নির্বাচনে শেখ হাসিনাকে ঠেকাতে আইএসআই এই অর্থ দেয়। এতে বলা হয়, Another Rs50 million was allegedly paid to Bangladeshs Khalida Zia to help her in polls against Hasina WajidÕs Awami League generally perceived by PakistanÕs security establishment as pro-India. পরের দিন প্রথম আলোর অনলাইন সংস্করণে খবরটি প্রচার করে। এরপর বিষয়টি বাংলাদেশের গণমাধ্যম ও রাজনীতির মাঠ উত্তপ্ত করেছিল। dailysangram/news_details.php?news_id=158986
Posted on: Fri, 26 Sep 2014 14:09:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015