বাংলাদেশের ছাত্রলীগ - TopicsExpress



          

বাংলাদেশের ছাত্রলীগ সম্পর্কে আমার খুব একটা পজিটিভ ধারনা নেই। এই সংগঠনটি সম্পর্কে আমার যদি সামান্য একটু ভালো মোনোভাব থেকেও থাকে তবে তা হয়েছে লন্ডন ছাত্রলীগকে দেখে। বরাবরি এই ছেলেগুলো লন্ডনে সুস্থ রাজনীতি করে আসছে। এদের জানাশোনাও ভালো এবং দেশ রিলেটেড যে কোনো আন্দোলনে এই ছেলেগুলোকে পেয়েছে লন্ডনবাসী। আজকে যখন দেশে শিবিরের খুনীদের হাতে মার খাচ্ছে ছাত্রলীগের ছেলেরা তখন আমার চোখে খালি ভেসে উঠে তামিম, সুমন, জুয়েল, তুষার, কবির ভাইদের চেহারা। এইভাবে ছাত্রলীগের ছেলেরা আর কত মার খাবে মাননীয় প্রধানমন্ত্রী?
Posted on: Sat, 24 Aug 2013 12:24:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015