বাংলাদেশের জাতীয় ফুল, - TopicsExpress



          

বাংলাদেশের জাতীয় ফুল, মাছ, প্রানী ইত্যাদি ছাড়াও আরো কয়েকটা জাতীয় জিনিস আছে! আসুন জেনে নিই: . ১। জাতীয় কলম - ম্যাটাডোর ! ২। জাতীয় রাসায়নিক - ফরমালিন ! ৩। জাতীয় নায়ক - অনন্ত জলিল ৪। জাতীয় খেলোয়াড় - সাকিব আল হাসান ৫।জাতীয় জুতা - বাটা! ৬। জাতীয় মোবাইল - নোকিয়া ৭। জাতীয় খাদ্য-ভাত ৮। জাতীয় অনলাইন -ফেসবুক! ৯।জাতীয় মশা - এডিস ! ১০। জাতীয় রোগ - জ্বর ! ১১। জাতীয় বটমুল-রমনা বটমুল! ১২। জাতীয় জুস - প্রান জুস ! ১৩। জাতীয় চ্যানেল(বিটিভি বাদে) -স্টার গোত্রীয় চ্যানেল ১৪।জাতীয় আন্দোলন - হরতাল ১৫। জাতীয় ক্রিম -ফেয়ার এন্ড লাভলী! ১৬।জাতীয় নাস্তা - পরোটা ১৭। জাতীয় পানীয় -চা ১৮। জাতীয় ময়দান - পল্টন ১৯। জাতীয় দুর্নীতি - ঘুষ ২০। জাতীয় রাস্তা -হাতিরঝিল ২১। জাতীয় ভন্ডামি - রাজনীতি ২২। জাতীয় সমস্যা - বৌ ২৩। জাতীয় অভিশাপ -বেকারত্ব ২৪। জাতীয় ব্যাধি -দুর্নীতি!! ২৫।জাতীয় ডায়লগ-....মাইরালা
Posted on: Thu, 11 Dec 2014 17:14:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015