বাংলাদেশের মেধা-সম্পদ - TopicsExpress



          

বাংলাদেশের মেধা-সম্পদ সম্পর্কে স্ব-জাতির যথেষ্ট সন্দেহ থাকলেও বিদেশীদের সে সন্দেহের তীলমাত্র নেই। ঠিকই, বাংলার আনাচ-কানাচ থেকে মুক্তো সেচের মতো আহোরণ করে ধীরে ধীরে। আমাদের অত্যন্ত মূল্যবান মেধা সম্পদ আন্তর্জাতিক সম্পদে পরিণত হয়, কিন্তু জাতীয় সমদে পরিণত হওয়ার সুযোগ পায় না! একটি লিস্ট দিচ্ছি। দেখুন, বাংলাদেশি ব্লাডের সক্ষমতা। Jagadish Chandra Bose was a Bengali polymath, physicist, biologist, botanist, archaeologist, as well as an early writer of science fiction. Muhammad Qudrat-i-Khuda was a Bangladeshi scientist, an educationist and a writer. Fazlur Rahman Khan was a structural engineer and architect. Mohammad Ataul Karim, Bangladeshi American scientist. Muzharul Islam, first Bangladeshi architect. Mir Masoom Ali, Professor of Statistics Emeritus Jawed Karim, co creater of YouTube and designed anti fraud system of PayPal. Khandkar Manwar Hossain, Statistician and founder of the Department of Statistics in Rajshahi University. Azizul Haque, pioneered the mathematical formula for Henry Classification System of fingerprinting. Saleemul Huq, awarded the Burtoni Award for contribution to climate change adaptation. Abul Hussam, awarded the 2007 Grainger Challenge Prize for Sustainability Aref Chowdhury, Bell Labs scientist and recipient of the MIT TR100 Award Muhammed Zafar Iqbal, Scientist and science writer Jamal Nazrul Islam, physicist and mathematician. Nizamuddin Leepu Awila, car engineer Abdullah Al Muti, scientist and science writer M. A. Naser, Pioneer in engineering education in Bangladesh. Maqsudul Alam, Scientist and Professor, achieved Three milestones in genomics - sequencing the genomes of Papaya, Rubber plants and Jute. SM Faruque, microbiologist and scientist, researcher on Vibrio cholerae which causes Cholera. Salman Khan (educator), Founder of Khan Academy A. K. M. Fazle Hussain is director of the Institute of Fluid Dynamics & Turbulence at the University of Houston Amit Chakma, the tenth president of the University of Western Ontario Khondkar Siddique-e-Rabbani, a biomedical physicist FR Khan - Famous Structural Engineer Abdus Suttar Khan - Chemist and Aerospace Researcher Mohammad Ataul Karim - known for his many original contributions to the fields of electro-optical devices and systems, optical computing and processing, and pattern recognition; he is ranked amongst the top 50 researchers who contributed most to Applied Optics in its 50-year history Mir Masoom Ali - George and Frances Ball Distinguished Professor Emeritus of Statistics Ball State University Hansen Clarke - U.S. Congressman and former Michigan State Senator Maqsudul Alam - Scientist and professor. Maqsudul Alam achieved three milestones in genomics - sequencing the genomes of papaya, rubber plants and jute. Jawed Karim - co-founder of YouTube and lead technical architect of PayPal. Sezan Mahmud - Nationally awarded writer of Bengali literature, lyricist, columnist and Medical scientist. Associate Professor of Public Health, Florida A & M University, Clinical Research Faculty, Florida State University College of Medicine. Also first Asian recipient of APHA-PHEHP Early Career Award, 2006. Asif Azam Siddiqi - space historian and currently serves as an assistant professor of history at Fordham University. Hasan M. Elahi - interdisciplinary media artist whose research interests include issues of surveillance Abuhena Saifulislam, first Muslim who was appointed as imam in the U.S. Navy. Iqbal Quadir - Founder of Grameen Phone, Bangladeshs largest telecom group. Iqbal Quadir has also lectured for Harvards Kennedy School and for MIT. Salman Khan - Founder of Khan Academy Fazle Hussain - is a Cullen Distinguished Professor of Mechanical Engineering, Physics, and Geosciences at the University of Houston. Monica Yunus - daughter of Muhammad Yunus and soprano singer Vera Forostenko Saif Ahmad - World Series of Poker winner. Reihan Salam - blogger at The American Scene and associate editor of The Atlantic Monthly Kamal Quadir - Founder and CEO of CellBazaar Inc, First Mover Fellow of The Aspen Institute, TEDIndia Fellow M. Shahid Alam - Professor of economics at Northeastern University M. Osman Siddique - Former US Ambassador Dipa Ma - yoga teacher Supreme Understanding - Book author, publisher, activist and outspoken member of the Nation of Gods and Earths Shikhee - singer; auteur of industrial band Android Lust Abul Hussam - inventor of the Sono arsenic filter Rais Bhuiyan - shooting survivor and activist Shafkat Chowdhury - A renowned Aerospace Engineer Syque Caesar - American Artistic Gymnast. Part of Michigan Wolverines. আমরা বুঝি, গুণির কদর। একটু দেরীতে। জনাব মাকসুদুল আলমের জবানীতে শুনি, কাজ শুরু করার পর অনেকের দুয়ারে ধরনা দিয়েও তহবিল সংগ্রহ করা যাচ্ছিল না। কেউই এগিয়ে আসছিলেন না। goo.gl/GCJTBl এই সমস্ত মানুষগুলো হারিয়ে যাবার আগেই, তাদের সমস্ত মেধা-রস দেশকে ভালোবেসে দিয়ে যেতে চায়, আমরা নেই না, দেরী করি। মাকসু সাহেব একজন উঁচু মাপের জীব বিজ্ঞানী। উনার জবানীতে জানা যায়, উচ্চমাধ্যমিকের পর একটি বৃত্তি নিয়ে আমি চলে যাই সোভিয়েত ইউনিয়নে। মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে অণুপ্রাণবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করি। এরপর আবারও পিএইচডি। এবার জার্মানির বিখ্যাত ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে, প্রাণরসায়নে। মস্কোয় থাকার সময় আমি সুযোগ পেয়েছিলাম তখনকার প্রখ্যাত জীববিজ্ঞানী ভ্লাদিমির পেত্রোভিচ মুলাচেভের সংস্পর্শে আসার। প্রাণরসায়নের বিভিন্ন শাখায় পেত্রোভিচের অবদান অসামান্য। তাঁর কাছ থেকে জানতে পারি, কীভাবে প্রকৃতির অজানা রহস্য সম্পর্কে ভাবতে হয়, এ নিয়ে স্বপ্ন দেখতে হয়। জার্মানিতে কাজ করার সুযোগ পাই প্রাণরসায়নের অপর দুই দিকপাল ডিয়েটার ওয়েস্টারহেল্ট ও জেরাল্ড হেজেলবাউয়ের সঙ্গে। ডিয়েটার আমাকে শেখান, কীভাবে অজানা বিষয় নিয়ে পরীক্ষা করতে হয়। হেজেলবাউ ও লিন্ডা রন্ডালের কাছে আমি ঋণী, প্রকৃতির অভূতপূর্ব বিষয়গুলো চমৎকারভাবে প্রকাশের পদ্ধতি শেখার জন্য। জার্মানির পর আমি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মেরিন বাইপ্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সেন্টারে যোগ দিই সহযোগী পরিচালক হিসেবে। এ সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও অন্যান্য প্রতিষ্ঠান গবেষণার জন্য আমাদের গবেষণা দলকে এক মিলিয়ন ডলার অনুদান দেয়। এখানে কাজ করার সময় ২০০০ সালে আমি ও আমার আরেক সহকর্মী রেন্ডি লারসেন প্রাচীন জীবাণুতে মায়োগে­বিন-জাতীয় এক নতুন ধরনের প্রোটিন আবিষ্কার করি। মাংসপেশিতে বিদ্যমান মায়োগে­বিন ও রক্তের হিমোগ্লোবিন জীবদেহে অক্সিজেন পরিবহন করতে ও মজুত রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিবর্তনের ধারায় মায়োগে­বিন ও হিমোগ্লোবিনের সৃষ্টি কীভাবে সম্ভব হয়েছে, আমাদের আবিষ্কৃত নতুন প্রোটিন তার রহস্য ভেদ করে। আল্লাহ এই অসাধারণ দেশ প্রেমিক মানুষটিকে বেহেশত নসীব করুন।
Posted on: Tue, 23 Dec 2014 12:41:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015