বাংলাদেশের রাজনৈতিক - TopicsExpress



          

বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের শুনানি - জাহিদ এফ সরদার (সাদী) ====================================== বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ওপর আগামী ২০ নভেম্বর শুনানি হবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে। কংগ্রেসের হাউজ রেবার্ন অফিস ভবনে বেলা ২টায় শুনানি অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ইন টারময়েল: এ নেশন অন দ্য ব্রিঙ্ক’ শিরোনামে পরিষদের পররাষ্ট্র সম্পর্কিত উপকমিটিতে এ শুনানি হবে বলে জানানো হয়েছে কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান এড রয়েসের কার্যালয় থেকে। শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মতামত দেবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রিয়াজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল এ এম এন মনিরুজ্জামান। এছাড়াও শুনানিতে থাকবেন যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত পররাষ্ট্র বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট। শুনানিতে তিনি বাংলাদেশে তার সম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরবেন। এর াগে বাংলাদেশের আগামী নির্বাচনের সময়ে সরকারের ধরন নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৫ নভেম্বর শ্যাবোট ঢাকা সফর করেন। উল্লেখ্য গতকাল ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বিষয়ক পাবলিক পলিসি আলোচনায় অংশ নিয়ে প্রফেসর আলী রীয়াজ বলেন, প্রফেসর আলী রীয়াজ তার বক্তব্যে আরও বলেন, যদিও বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অনেকেই সংবিধানের ১৫তম সংশোধনীকেই প্রধান কারণ বলে মনে করেন- কিন্তু এটি একদিনেই ঘটেনি। বরং সংবিধানের পরপর তিনটি সংশোধনীর (১৩তম, ১৪তম ও ১৫তম) মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব হয়ে ওঠেনি। প্রফেসর আলী রীয়াজ পঞ্চদশ সংশোধনীকে কফিনের সর্বশেষ পেরেক বলে উল্লেখ করেন। তিনি বলেন, সংবিধানের ওই তিনটি সংশোধনী সম্পূর্ণ একপাক্ষিকভাবে বাংলাদেশের জনমতের তোয়াক্কা না করেই করা হয়েছে। প্রফেসর আলী রীয়াজ প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন কিংবা বাতিলের বিষয়টি কোন রাজনৈতিক দলই তাদের নির্বাচনী মেনিফেস্টোতে কখনও রাখেনি কেন? সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় কমিটির কার্যবিবরণীর উল্লেখ করে প্রফেসর রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদ্যমান রাখার সংসদীয় কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া ঠিক হয়নি। এছাড়া ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রকাশে সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রতাকেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার জন্য দায়ী বলে মনে করেন তিনি। প্রফেসর আলী রীয়াজ বলেন, শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানেই বাংলাদেশের বর্তমান জাতীয় সংকটের সমাধান হবে না। বাংলাদেশের উচিত পুরো সংবিধান আবারও পুনর্মূল্যায়ন করা। তিনি বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে জাতির সামনে দু্থটি পথ খোলা আছে: এক. অরুচিকর কোন কিছুকে গ্রহণ করা অথবা ধ্বংসাত্মক পথ বেছে নেয়া। আর সব দলের অংশগ্রহণ ব্যতীত কোন একতরফা নির্বাচন হবে একটি ধ্বংসাত্মক মন্দ আইডিয়া - জাহিদ এফ সরদার (সাদী) Subcommittee Hearing: Bangladesh in Turmoil: A Nation on the Brink? Subcommittee on Asia and the Pacific | 2172 House Rayburn Office Building Washington, DC 20515 | Nov 20, 2013 2:00pm Witnesses Ali Riaz, Ph.D. Public Policy Scholar Woodrow Wilson Center Maj. General A.M.N. Muniruzzaman President Bangladesh Institute of Peace and Security Studies Mr. John Sifton Asia Advocacy Director Human Rights Watch foreignaffairs.house.gov/hearing/subcommittee-hearing-bangladesh-turmoil-nation-brink
Posted on: Sat, 16 Nov 2013 09:45:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015