"বাংলাদেশের হ্যাকিং - TopicsExpress



          

"বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলোর পরিচিতি" বাংলাদেশের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপের মধ্যে ২টি গ্রুপই প্রধান- Bangladesh Cyber Army (BCA) এবং 3xp1r3 Cyber Army (3CA). চলুন জেনে নিই হ্যাকিং গ্রুপগুলোর পরিচিতি। 1. Bangladesh Cyber Army (BCA): এটি বাংলাদেশের প্রথম এথিক্যাল হ্যাকিং গ্রুপ। তারা বাংলাদেশের সাইট হ্যাক করেনা। ইন্ডিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধে তারা বেশ কিছু ইন্ডিয়ান সাইট হ্যাক করেছে এবং এখনো করছে। তারা বেশ কিছু হ্যাক হওয়া বাংলাদেশি সাইট রিকভার করেছে। এর প্রথম দিকের সদস্যরা হলেন : শাহী মির্জা, Lucky FM Chayasathi( Masba Uddin Fahad),পুদিনা পাতা ( ?) , সায়েম ( Script Kidde) , আল্মাস (Alams Ethical Hacker) অন্যান্য ক্ররা হলেনঃ- • Bedu33n • N!1l • Rex0Man • ManInDark • Escape X0ne(Eclipse ) • JingoBD • Annihilat0r_BD • 00xnull • 34GL3_3Y3 • 5!L3NT @55@55!N • s1l3n7 BD • Rudr0 Akash • p5YcH0 d0d93r Zone-h এ তাদের অবস্থান বেশ ভালোঃ zone-h.org/archive/ notifier=Bangladesh%20Cyber%20A rmy অন্যতম হ্যাকিং গ্রুপ 3xp1r3 Cyber Army এর সাথে তাদের বিরোধ রয়েছে। 2. 3xp1r3 Cyber Army (3CA): এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য ৩ জন- s1r-3xp1r3( সোহেল আলি ), _sYs_ ( শোয়েব নযরুল), NoPM ( সাজিদ আহমেদ ) তাদের বর্তমান একটিভ কয়েকজন Crew দের নাম দেওয়া হল: • s1r-3xp1r3 • 3xp1r3-61 • Ethical BD Haxor • 3xp1r3-t3rr0r • N3r0b • NoPM • split0_0fire • rEd X-3xp1r3 • 3xp1r3-Dr3@m3r • Jack Roy Hardy • sYs • 3xp1r3-Mind • Damage Brain • Aj0b_3xp1r3 • Orions Hunter • 3xp1r3_d3c0d3r ১ম দিকে এই গ্রুপটি বাংলাদেশের কিছু সাইট হ্যাক করতো। কিন্তু এখন তারা আর তা করেনা। এছাড়া ইন্ডিয়ার সাথে সাইবার ওয়ারে গ্রুপটি অনেক ইন্ডিয়ান সাইট হ্যাক করেছে। তারা বর্তমানে AK-47 নামের একটি Mass Defacer আবিষ্কার করেছে যা দিয়ে নিমিষেই সাইট হ্যাক করে ফেলা যাবে। তারা আরো চমকপ্রদ কিছু আবিষ্কার করবে বলে আশা করা হচ্ছে। তারা বেশ কিছু হ্যাক হওয়া বাংলাদেশি সাইট রিকভার করেছে। এই গ্রুপের Zone-h র্যাঙ্কিং খুব ভালোঃ zone-h.org/archive/ notifier=3xp1r3 বর্তমানে তারা অসহায় ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে। 3. Bangladesh Black Hat Hacker (BBHH): এটির প্রতিষ্ঠাতা Black Burn Moonlitt. ও আব্দুল্লাহ শাহরিয়ার গ্রুপটির অন্যতম অংশীদার Back Bone, BD Xtor, Orion Hunter. বর্তমানে দলীয় কোন্দলে গ্রুপটি ভেঙ্গে গিয়েছে। Back Bone BCA তে, BD Xtor নতুন গ্রুপ BGHH এ এবং Orions Hunter 3xp1r3 এ জয়েন করেছে। এর শুরুর দিকের সদস্যরা ছিলেন । • Raiyan Ahmed • Rdx Crew • Arafat Alam Akash • Luge Racer • I’m Rock • Illûmïnåté Ðëmøñ • Mehedi Hsan • Sharif Ahmed • Oritro Ahmed • Wj-Mahabubur Rahaman Arman ইন্ডিয়ার সাথে সাইবার ওয়্যারের সময় এই গ্রুপ DDoS Attack করে অনেক সাইট অচল করে দেয়। বর্তমানে এই গ্রুপে ভালো কোন হ্যাকার নেই। গ্রুপ প্রতিষ্ঠাতা BBM ও তার গার্লফ্রেন্ড Spark Angel গ্রুপটি কো্নমতে টিকিয়ে রেখেছে। তারা তাদের ফোরাম নিয়ে এখন ব্যাস্ত। এই গ্রুপের Zone-h র্যাঙ্কিং তেমন মোটামুটিঃ zone-h.org/archive/ notifier=BD%20BLACK%20HAT 4. Bangladesh Grey Hat Hackers (BGHH): BBHH ভেঙ্গে যাবার পর BD Xtor এই গ্রুপটি চালু করেন। প্রথম দিকের সদস্যরা হলেন- Rotating Rotor,Orions Hunter এবং Rdx Rdx Crew. Orions Hunter এখন এ গ্রুপ ত্যাগ করেছে। গ্রুপটি BD Xtor এবং Rotating Rotor কোনমতে টিকিয়ে রেখেছে। এদের Zone-h এর র্যাঙ্কিং zone-h.org/archive/notifier=BD %20GREY%20HAT%20HACKERS 5. Anonymous Bangladesh: এই গ্রুপটির প্রতিষ্ঠাতা Core Anon নামের ১জন প্রবাসী বাঙালীর । তারা এখন পর্যন্ত উল্লেখ করার মত কোন কাজ করতে পারে নাই । International Anonymous এর সাথে তাদের ভাল যোগাযোগ আছে । আর Anonymous Bangladesh >> International Anonymous থেকে আনুমোদন প্রাপ্ত গ্রুপ । এই গ্রুপটি বাংলাদেশের সব গুলা গ্রুপকে একসাথে কাজ করার ব্যাপারে আলাপ আলোচনা করছে । 6. Team BD7: এই গ্রুপটি সম্পর্কে ভালোভাবে কিছু জানা যাচ্ছে না । তারা নিজেদেরকে আন্ডার গ্রাউন্ড গ্রুপ দাবি করে । এর সদস্য কারা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি । তারা অল্প কয়েকটি সাইট হ্যাক করেছে। 3xp1r3 সাইবার আর্মির Deface Page এরা হুবহু নকল করেছে। তবে গ্রুপটির ৭জনের সাইবার নিক পাওয়া যায়ঃ • S4K3-BD.$3V3N, • HAXOR-BD.$3V3N • MR.BD.$3V3N • $N1P3R-BD.$3V3N • $T3W@RD-BD.$3V3N • GH0$T.BD.$3V3N • P5YCH0_BD.$3V3N • গ্রুপটি এখন পর্যন্ত আহামারি কিছু করতে পারে নাই । তাদের zone-h লিঙ্ক :zone-h.org/archive/ notifier=BD.%25243V3N 7. TiGER-M@TE : তাকে ওয়ার্ল্ড এর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় । ১ দিনে সর্বোচ্চ ৭ লাখ সাইট হ্যাক করার কৃতিত্ব দেখান । যেটা আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে আছে । অনেকের ধারনা তার নাম ইমরান ( Imran) । আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোন কোন তথ্য দিতে সমর্থ হয়নি । Tiger-M@TE কোন গ্রুপ নয়। উনি একাই একজন বড় হ্যাকার। এই হ্যাকার Google Bangladesh ও airtel Bangladesh হ্যাক করেন। তার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে তিনি একজন বাংলাদেশি। সিরিয়ান হ্যাকারদের সাথে তার সখ্য রয়েছে। তিনি একজন Unethical Hacker. zone-h তার স্থান প্রথম ৩ জনের ১ জন: zone-h.org/archive/ notifier=TiGER-M@TE ‘hacked by tiger-m@te’ এটা দিয়ে Google এ সার্চ দিলে অনেক তথ্য পাবেন । collected.
Posted on: Wed, 31 Jul 2013 00:45:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015