বাংলালিংক ফ্রি নেট ও - TopicsExpress



          

বাংলালিংক ফ্রি নেট ও ডাউনলোড আমি নিজে চালাচ্ছি আনেকদিন যাবত প্রথমে নিচের মত করে সেটিং তৈরি করেন Name : Free Net APN : internet Proxy : 82.145.209.241 Port : 80 তার পর ডিফল্ট হিসেবে Save করেন। এখন একটি Official অপেরা ইনস্টল করেন আর address বার এ গিয়ে config: এটা লিখে go তে যান একটি পেইজ আসবে সেখানে 30 আছে যে ঘরে 3600 করন আর 7 কে 9 করেন। [ বি:দ্র:অপেরা ইনস্টল config: এই পেইজে গেতে 1/2mb লাগবে ] তারপর আপেরার Setting >Advance>Protocol>HTTP করেন। এখন যে বাংলালিংক সিমে টাকা নাই তাকে প্লে প্যাকেজ করেন। যারা করতে পারেন না তারা p লিখে 9999 নাম্বারে SMS করেন। এখন আপেরা তে গিয়ে 0.facebook লিখে go তে যান দেখবেন ফেইসবুক এসেছে। যদি ডাউনলোড বা অন্য সাইটে যেতে চান তবে কোন comments এ গিয়ে সাইট বা অন্য কিছু লিখে কমেন্ট করে ঐ লিংকে যান আর browse ও download করেন ইচ্ছা মত। [ বি:দ্র:back আসলে error দেখাবে তাই back আসা যাবেনা ] যারা জানেন না তাদের জন্য।
Posted on: Thu, 28 Nov 2013 15:35:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015