: বেশ অনেক বছর আগে বিখ্যাত - TopicsExpress



          

: বেশ অনেক বছর আগে বিখ্যাত ফটোগ্রাফার কেভিন কার্টার আফ্রিকায় একটি মুমূর্ষ বাচ্চার ছবি তোলেন যার পেছনে বসা একটি শকুন তার মৃত্যুর অপেক্ষা করছে। এর কিছুদিন পর তিনি এই শোক সহ্য করতে না পেরে সুইসাইড করেন। কারণ ঐ সময় বারবার উনার নিজের বাচ্চাদের কথা মনে পড়ছিল। আজ এখানে এই বাচ্চাটির জায়গায় তার বাচ্চাও থাকতে পারত। ছবিটি দেখে যে কোন বিবেকবান মানুষের চোখ ভিজে আসবে। আমি উনাকে দোষ দেই না। কিন্তু তারপরও আমি বলব এটা উনার ভুল একটি সিদ্ধান্ত। সুইসাইড করে উনি কারো কোন উপকারে আসেননি। বরং আজ তিনি বেঁচে থাকলে এমন অনেক বাচ্চার প্রাণ বাঁচাতে পারতেন। গত ১৬ই অক্টোবর গিয়েছে বিশ্ব খাদ্য দিবস। পৃথিবীর অসংখ্য শিশুদের যেখানে হাসিমুখে স্কুলে যাওয়ার কথা সেখানে কিনা তাঁরা তাঁরা শিকার হচ্ছে অপুষ্টি ও খাদ্য সংকটের। বিশ্বজুড়েক্ষুধা আর অপুষ্টি নির্মূলের লক্ষ্যে এমনই এক মিলিয়ন শিশুর মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্য নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (WFP)। তাঁদের লক্ষ্য বিশ্বজুড়ে ZERO HUNGER সৃষ্টি করা। এই এই লক্ষ্য অর্জন করতে তাঁরা চাইছে অসংখ্য মানুষের একতার Pledge (শপথ)। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, Pledge (শপথ) করতে গিয়ে দেখলাম, জাতিসংঘ কেনিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়াতে এই বছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে। কিন্তু সেই লিস্টে বাংলাদেশের কোন নাম নাই। বাংলাদেশ কী এতই পরিণত আর সামর্থ্য পেয়েছে? এ দেশের সব সুবিধাবঞ্চিত শিশু কি আসলেও পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার পাচ্ছে? যদি এমন হয় যে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ Pledge (শপথ) করে থাকে তবে কি জাতিসংঘ পারবে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে? হয়ত দেখা যাবে এই দেশ থেকে অসংখ্য মানুষের Pledge (শপথ) পেয়ে সামনে জাতিসংঘ আমাদের দেশের সুবিধাবঞ্চিত শিশুদের ব্যাপারেও আরও অনেক অনেক বেশি সচেতন হবে। বাড়িয়ে দেবে সাহায্যের হাত। আমার আপনার মাত্র ৩০ সেকেন্ড সময় ব্যয় করে যদি এ দেশে ৪ টা সুবিধাবঞ্চিত শিশু পর্যাপ্ত খাবার পায় তাহলে ক্ষতি কি? আমি একুয়া রেজিয়া WFP এর কাছে বিশ্বজুড়ে ZERO HUNGER দের জন্য #Pledge (শপথ) করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও অন্তত ৩০ সেকেন্ড সময় নষ্ট করে হলেও নিচের এই লিংকে যেয়ে Pledge (শপথ) করুন। লিংক- bit.ly/1BzCRV7
Posted on: Sat, 18 Oct 2014 08:26:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015