বেশিরভাগ মানুষ - TopicsExpress



          

বেশিরভাগ মানুষ স্ট্যাটাস দিছে দেখলাম আবার শহরে ফিরতে হচ্ছে,সবুজ ছেড়ে আসতে হচ্ছে এইসব কত কিছু।তারা বিরক্তি নিয়া এইসব স্ট্যাটাস দেয়।আর আমার এখন লিখতে হইব প্রাণের শহর ছেড়ে আমাকে আসতে হইছে পাহাড় ঘেরা সবুজে......যেখানে নীরবতা দেখলে মনে হয় কবরে আইসা পড়ছি।কী আর করব এই পৃথিবীতে আসার পরেই ফুসফুসে ঢুকে গেছে ঢাকার দুষিত বাতাস।এখন ঐ দুষিত বাতাসেই শান্তি লাগে,মনে হয় আসলেই প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি।ঐ যান্ত্রিক শহরে থাকলেই মনে হয় বেচেঁ আছি :(।
Posted on: Thu, 16 Oct 2014 16:32:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015