বিশ্ব বিখ্যাত কমেডি - TopicsExpress



          

বিশ্ব বিখ্যাত কমেডি অভিনেতা মিস্টার বিনের ইসলাম ধর্ম গ্রহন করেছেন ! তিনি ইসলামের প্রতি মানুষের ভালবাসা দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নেন । তিনি মিশরে ফেরাউনের লাশ দেখতে গিয়ে সেখানেই ইসলামের মহত্বে আকৃষ্ট হয়েই ইমলাম ধর্ম গ্রহন করেন। তিনি মনে করেন কয়েক হাজার বছরের আগের ফেরাউনের লাশ এখনো হুবহু আছে এটি এক মাত্র আল্লাহ্র পক্ষেই তা সম্ভব । সম্প্রতি ব্রিটিশ জনপ্রিয় ওয়েবসাইট BUBBLEWS মিস্টার বিনের ইসলাম ধর্ম গ্রহনের খবর প্রকাশ করে। Mr. Bean has become a Muslim! শিরনামে তাদের খবরে উল্লেখ করা হয় ‘ The king of silent comedy "Mr. Bean" announced his conversion to Islam. The famous comedian surprised the artisitic world by announcing his conversion to Islam. Mr. Bean said that the film that was offensive to the Prophet of Islam -peace be upon him- was a major reason for his discovery of the teacher of this true religion! তাছাড়া MUSLIM UMMAH নামে আরেক টি জনপ্রিয় ওয়েবসাইটও এ খবর প্রকাশ করে । শুধু তাই নয় YOUTUBE এ মিস্টার বিনের স্বীকার উক্তি মূলক বক্তব্য ও রয়েছে ।
Posted on: Wed, 02 Oct 2013 19:09:08 +0000

Trending Topics



ss="stbody" style="min-height:30px;">
Berikut nama-nama pemain Tim Nasional Indonesia U-16

Recently Viewed Topics




© 2015