বিশ্ববিদ্যালয় মঞ্জুরি - TopicsExpress



          

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) হিসাবে, এ মুহূর্তে সরকারি- বেসরকারি মিলিয়ে দেশে মোট বিশ্ববিদ্যালয় ৮৭টি। এর মধ্যে এগিয়ে আছে কোনগুলো, তা বিবেচনার জন্য বেশ কিছু মানদণ্ড বেছে নিয়েছে। এসব মানদণ্ডের মধ্যে আছে উদ্ভাবনী কর্মকাণ্ড,গবেষণা, শিক্ষার বৈচিত্র্য, শিক্ষার পরিবেশ, ছাত্রসংখ্যা, সুনাম,কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও সামাজিক পুঁজি গঠনে ভূমিকা। এ রকম মানদণ্ডের বিবেচনায় সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা: 1. University of Dhaka (DU) 2. Bangladesh University of Engineering and Technology (BUET) 3. Jahangirnagar University (JU) 4. Bangladesh Agriculture University (BAU) 5. Rajshahi University (RU) 6. North South University (NSU) 7. Chittagong University (CU) 8. Khulna University (KU) 9. BRAC University (BRACU) 10. East-West University (EWU)
Posted on: Mon, 15 Sep 2014 07:45:10 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
Get Jamb Answers 24hours Before Exam, We Gurantee You 200-270+

Recently Viewed Topics




© 2015