বিষয়ঃ - TopicsExpress



          

বিষয়ঃ শিক্ষামন্ত্রীর শিক্ষা !!! আপনি শিক্ষামন্ত্রী না হয়ে জোতিষী হয়ে যেতে পারেন ! আপনার শখের কারনে সৃজনশীল পরীক্ষা দেয়া এইচএসসি ১৪ ব্যাচ আজ ক্ষতিগ্রস্হ। যে শিক্ষা ব্যবস্হা শিক্ষক বোঝাতে পারে না সে শিক্ষা ব্যবস্হা কতটা যৌক্তিক? ব্যাপারটা এমন যে আপনাকে এক মন ঘি দেয়া হলো কিন্তু তা ধারন করার মত পাত্র নেই। ক্ষমা চাওয়া উচিত আপনার ! তারপরও আপনি শিক্ষামন্ত্রী ! এরপর আপনি বললেনঃ দেশের কোথাও প্রশ্ন ফাঁস হয়নি।অথচ বাস্তবতা সবাই জানে। এরপর আপনি বললেনঃ ঢাকা ভার্সিটির প্রশ্নের উত্তর কোন মানুষ দিতে পারে না ! এটা কি ধরনের কথা ? আপনি না শিক্ষা প্রনয়ন করেন। কি শিক্ষা ব্যবস্হা আমাদের যে আমরা উত্তর করতে পারি না ! আর গতকাল তো আপনি এক্কেবারে মহান উক্তি দিয়েছেনঃ প্রশ্ন ফাঁস রোধে প্রয়োজনে ফেসবুক বন্ধ রাখবো ! পৃথিবীতে কোন দেশের শিক্ষাব্যবস্হ্যা কখনো কোন সোসাল নেটাওয়ার্কিং সাইটের জন্য ক্ষতিগ্রস্হ হয়েছে কি? কোথাও হয়েছে এমন ? এটাই আপনাদের থ্রি জি ডিজি টাল বাংলাদেশ ! আচ্ছা আপনাকে কয়েকটা দিক দেখাইঃ প্রথমতঃ আপনি স্বীকার করলেন দেশে প্রশ্ন ফাঁস হয়। [পুরাই স্যাটায়ার] দ্বিতীয়তঃ আপনি প্রমান করলেন আপনি শিক্ষামন্তী কিন্তু প্রশ্ন প্রণয়ন ও ছাপার সাথে যুক্ত ফেসবুকে থাকা ছাত্ররা । [HOW সেলুকাস] তৃতীয়তঃ আপনি বোঝাতে চাইলেন প্রশ্ন ফাঁস রোধ করার ইচ্ছা আপনার নেই।কিন্তু এটার ব্যপ্তি কমাবেন।যেন কম মানুষ প্রশ্ন পায় আর দেশে যে শিক্ষার বন্যা হচ্ছে তা দেখাতে আপনাদের কষ্ট না হয় ! [ব্রিলিয়ান্ট মন্ত্রী সাহেব !!] আচ্ছা এবার আসুন বাস্তবতায়ঃ এদেশে শিক্ষাব্যবস্হার গুরু দায়িত্ব আপনার ওপর। যদি আপনার বয়স বেশি হয়ে থাকে অথবা আপনার সৃজনশীলতা কমে যায় আপনি সরে দাঁড়ান স্যার , অন্তত সম্মান থাকবে। আমাদের চোখে টিনের চশমা নেই।আমরা বুঝি স্যার ! উদারহরণ দিবো ? আপনার সৃজনশীল শিক্ষা পদ্ধতি দিয়েই বোঝাই। আসুন স্যার জ্ঞান আর অনুধাবনের পরে এবার প্রয়োগমুলক প্রশ্নের উত্তরে আসা যাকঃ আমাদের পাশের দেশ ভারত। স্যার গুগল ম্যাপ দেখে বলছি। সেই দেশে একবার একটা ট্রেন এক্সিডেন্ট হয়। খবর শোনার সাথে সাথে রেলমন্ত্রী পদত্যাগ করেন।তখনো হতাহতের খবরই প্রকাশ হয় নি। আমরা ভারতকে গালি দেই। কিন্তু ওরা দেশকে ভালোবাসে। A leader should be like this! A teacher should be like this! শুধুমাত্র আপনার কারনে হাজার শিক্ষার্থীর স্বপ্ন খুন হয়েছে। শিক্ষার্থীদের মনোবল আপনি ভেঙে দিয়েছেন! স্বপ্ন খুনের দায়ে কোন বিচার নেই পৃথিবীতে। একজন শিক্ষার্থীকে মানসিকভাবে খুন করার কোন বিচার নেই এদেশে। আজ আপনি একজন মন্ত্রী , একজন শিক্ষার্থীর জায়গায় নিজেকে কল্পনা করে তারপর সিদ্ধান্ত নিন। শিক্ষা জাতির মেরুদন্ড। আর আপনি এই মেরুদন্ডের একটা একটা কয়ে হাড় ভাঙছেন। এবার স্যার উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরঃ আপনি একজন শিক্ষামন্ত্রী , আপনার অধিনে একটা মন্ত্রনালয় আছে। রাজকীয় ব্যাপার স্যাপার। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আপনার রাজ্যে আপনি হয় ক্ষমতাহীন অথবা আপনার ঢাকায় আরো বাড়ি গাড়ি দরকার। স্যার একদিন আপনার বয়স হবে আর এই শিক্ষা ব্যবস্হার শিক্ষার্থীরা হবে দেশের মাথাঃ কেউ ডাক্তার , কেউ ইন্জিনিয়ার , কেউবা মন্ত্রী। ধরুনঃ ডাক্তার আপনার সর্দি হয়েছে বলে নাক কেটে দিলো। কিংবা খাবার হজম না হলে পাকস্হলীর সাথেকার সংযোগ নালী কেটে দিলো। কি হবে তখন ? ইন্জিনিয়ার বাড়ি বানালো যে বাড়িতে কোন ওয়াশরুম পেলেন না।বাধ্য হয়ে রাস্তায় ... থাক কি হবে না ই বললাম। অথবা আপনার মত আরো একজন মন্ত্রী এসে বললেনঃ ষাটোধ্ধ কেউ থাকবে না এই রাজ্যে। মুহাহা ! কি গবুচন্দ্রের দেশে হবুচন্দের শাসনের রম্যরুপকথা মনে হচ্ছে ? না স্যার এর ষাড় হবে না এরা শিখবে নিজের গরজে শিখবে। এরা ভালো ডাক্তার হবে । ভালো ইন্জিনিয়ার হবে । কিংবা মন্ত্রী । কিন্তু গ্রেটেটস এমোং দ্যা গেট্রেটস । মানে সেরাদের সেরা হতে পারবে না হয়তো। কারন সেরা হওয়ার সময়টাতে অর্থ্যাত্ PSC JSC SSC HSC এসকল পরীক্ষায় আপনি প্রশ্ন সাপ্লাই দিয়ে কেবল শেষের কমন ওয়ার্ডটা অর্থ্যাত্ C বা ছিঃ ছিঃ কুড়াচ্ছেন। ওহ হ্যা ওপরের গল্পের মত , আপনার হয়তো বা শিক্ষামন্ত্রী না হয়ে জোতিষী হওয়া উচিত। ফেসবুক বন্ধের চেষ্টা না করে নিজের মন্ত্রনালন ঠিক করুন। কারন স্যার আপনি হয়তো জানেন নাঃ ফেসবুক ছাড়াও আছে WHATS APP , VIBER । আছে না প্রজাতির মেসেন্জার। মনে রাখবেন মন্ত্রীসাহেবঃ বাচ্চা কাচ্চারা ফেসবুক দিয়ে ইন্টারনেট চালায় না, ইন্টারনেট দিয়ে ফেসবুক চালায়।
Posted on: Fri, 28 Nov 2014 12:17:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015