বিসিএস প্রিপারেশন - TopicsExpress



          

বিসিএস প্রিপারেশন ............................. বাংলা .................................... :) ১, ‘জীবনে জ্যাঠামী ও সাহিত্যে ন্যাকামী’ সহ্য করতে পারতেন না? উঃ প্রমথ চৌধুরী ২, ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় ? উঃ ১৯২৩ ৩, চর্যাপদের কত নম্বর পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে? উঃ ২৩ ৪, চর্যাপদের পদকর্তা কত জন? উঃ 23 ৫, বাংলা সাহিতে্যর অন্ধকার যুগের মেয়াদকাল? উঃ ১২০১-১৩৫০ ৬, মনসামঙ্গল —এর লেখক কে? উঃ কানাহরি দত্ত ৭, বাংলা একাডেমীর মাসিক পত্রিকার নাম কি? উঃ লেখা ৮, আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উঃ ধূমকেতু ৯, মিলনরাত্রি উপন্যাসটি কার লেখা? উঃ স্বর্ণকুমারী দেবী ১০, আনোয়ার পাশা কত সালে জন্মগ্রহণ করেন? উঃ ১৯২৮ সালে ১১, সুনীল গঙ্গোপাধ্যায় মারা যান কবে? উঃ ২৩শে অক্টোবর, ২০১২ ১২, হাসান হাফিজুর রহমান কাব্য? উঃ বিমুখ প্রান্তর ১৩, শহীদ স্মরণে কবিতাটি কার রচিত? উঃ মোঃ মুনিরুজ্জামান ১৪, দাদাভাই কার ছদ্মনাম? উঃ রোকনুজ্জামান খান ১৫, কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? উঃ কল্লোল ১৬, ’পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ রোকেয়া সাখাওত হোসেন ১৭, পাণিনি কে ছিলেন? উঃ বৈয়াকরণিক ১৮, দেনা পাওনা(উপন্যাস) এর লেখক কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯, বাংলায় প্রথম মহাকাব্য লিখেন কে? উঃ মধুসূদন দত্ত ২০, কমলে কাহিনী- কার নাটক? উঃ দীনবন্ধু Like / Comment না করলে এই পেজের Notification ধীরে ধীরে আপনার পেজ থেকে হারিয়ে যাবে ♦plz like Job Solution -জব সলিউশন Admin শাহ জালাল
Posted on: Tue, 30 Sep 2014 03:00:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015