★বন্ধুরা না পড়লে মিস - TopicsExpress



          

★বন্ধুরা না পড়লে মিস করবেন★ আজ দুপুরের পর একটা ফ্রেন্ড একটা মেসেজ পাঠালো।সেখানে একটা লিংক দেওয়া ছিল।ফিশিং সাইট সম্পর্কে আমার খুব ভালো ধারনা আছে। ভাবলাম ওর সাইট টা একটু দেখে আসি।লগ আউট করে Google এ সার্চ দিয়ে ক্লিক করতেই ধাপ্পাস করে ওর সাইটে ঢুকে গেল!চমকে উঠলাম,আমি তো Log out করছি, কিন্তু ঢুকলো কেন?আমার ব্রাউজারে Username & password যে save করা ছিল তা খেয়াল ই নেই।সাথে সাথে বের হয়ে আসলাম।ভাবলাম password টা তারাতারি চেঞ্জ করি,কারন আমার Username & password ওর সাইটে save হয়ে গেছে।কিন্তু একি!লেখা আসছে You have entered an old password.সর্বনাশ হারামজাদা password change করছে।ভয় পাওয়ার কিছু নেই,কারন আমার আইডির যথেষ্ট নিরাপত্তা দিয়ে রেখেছি।মাত্র ৫ মিনিট সময় লেগেছে আইডি recovery করতে।আমি যা বুঝলাম তা হলো, যে আইডি থেকে আমাকে মেসেজ দিয়েছে সেই আইডি টা হারামজাদা এইভাবে নিজের দখলে নিয়েছে।যাকে সে হ্যাকিং এর হাতিয়ার বানিয়ে নিয়েছে।কারন টাইমলাইনে ঢুকে দেখুন স্ট্যাটাস দিয়েছে এই আইডির মালিক আইডি ফিরে পেতে ফোন দিন। আইডির নাম হলো #Mahmudu hasan mahedii যদি আপনাদের কারো ফ্রেন্ডলিষ্টে এই আইডিটা থাকে দয়া করে ওকে ব্লক মারেন।আর সবচেয়ে বড় কথা হল এরকম মেসেজ যদি আপনাকে কেউ দেয়।মনের ভুলেও কেউ লিংকে ঢুকবেন না।সাথে সাথে ব্লক মারবেন। ★আপনাদের জন্য একটা সুখবর আছে আমার পক্ষ থেকে।তা হলো আমার যেদিন ৫০০০ বন্ধু হবে, সেদিন ফেচবুক ইতিহাসের সবচাইতে Leatest & most powerful সিকিউরিটি tips দেব।কেউ আপনার আইডির Username & password পেলেও password change করতে পারবে না এবং Photo verification করতে বললেও করবেন আপনার নিজের photo দিয়ে।কি মজার বিষয় তাই না।হ্যাঁ খুব শিঘ্রই আপনাদের হাতে tips টি পৌঁছে যাবে ইনশাল্লাহ্। দয়া করে কেউ ইনবক্সে এই tips টা চাইবেন না।আমি চাই সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে একসাথে tips টা দিতে।বিনিময়ে কোনদিন ও আপনাদের কাছ থেকে কিছু চাইবো না।শুধু ভালোবাসা!! কারন ভালোবাসা জিনিসটা আমার কাছে সবচাইতে মূল্যবান।
Posted on: Wed, 03 Sep 2014 15:09:57 +0000

Trending Topics



FAST ON FACEBOOK FROM ANY BUSINESS
Here is the link to TOP GUN MX PARKs facebook
FROM CHIHORO With the potential of decorating their club
Wie sagte das "Team"Stronach? Frau Lintner ist die Insiderin ,mit

Recently Viewed Topics




© 2015