বহুদিন বই পড়া হয়না। - TopicsExpress



          

বহুদিন বই পড়া হয়না। ফেসবুকে আসক্ত হওয়ার পর থেকেই আর বই ছুয়ে দেখা হয়না। বিশ্বাসই হয়না একটা সময় বই পড়াই ছিলো আমার একমাত্র চিত্তবিনোদনের উপায়। ১৮/২০ ঘন্টাও টানা গল্প উপন্যাস পড়ে কাটিয়েছি। পরীক্ষার আগের রাতটাও বইয়ের নেশা থেকে মুক্তি পাইনি, মায়ের হাতে এ যাবত কাল যত ধোলাই খাইছি তার মধ্যে শ্রেষ্ঠ গুলোই ছিলো দিনরাত উপন্যাস হাতে পরে থাকার জন্য। শরৎ, রবি, সুনীল, সমরেশ থেকে শুরু করে হুমায়ুন, জাফর ইকবাল সবার লিখা পড়তাম। কেউ যদি প্রশ্ন করতো প্রিয় লেখক কে, আমি ব্যাপক ভাবনা চিন্তা শেষে সবার নামই বলতাম! জটিলটা যান্ত্রিকতার ঊর্ধে ছিলো জীবন। বই নির্মল, বইয়ের সংস্পর্শে থাকা তখনকার সময় গুলোও সাদাসিধে ছিলো। আর এখন কেবল ঝামেলায়পূর্ন।
Posted on: Thu, 10 Jul 2014 15:27:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015