বুদ্ধিমান দেখে - TopicsExpress



          

বুদ্ধিমান দেখে শেখে বেকুব ঠেকে শেখে আমি দ্বিতীয় শ্রেণীভুক্ত। জীবনের সিংহভাগ অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে ঠেকে এবং ঠকে। কেউ কেউ বলেন ঠেকে শেখা অভিজ্ঞতার দাম বেশি। তাই দামি অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু কিছু মাঝে মাঝে শেয়ার করা উচিৎ বলে মনে হয়। তেমনই একটি শিক্ষা হল, কখনোই কারো কাছ থেকে বেশি আশা করা উচিৎ নয়। এই মহান শিক্ষা আমি যথেষ্ট পরিমান ঠেকে এবং ঠকে শিখেছি। এর ওপর একটা থিসিস পেপার জমা দেবার মত পর্যাপ্ত অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে। Expect less Be happy
Posted on: Sun, 29 Sep 2013 13:33:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015