ব্যাংকের থেকে টাকা ঋণ - TopicsExpress



          

ব্যাংকের থেকে টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার কাহিনী অনেক আছে। তবে আমার শাখা খুব ছোট বলে সেখানে কম আছে। একজনের কাহিনী জানি পরিশোধ করতে পারেন নি। তা সেই ঋণ কে দিয়েছিল সেই আমলে কর্মকর্তা কে ছিল তা নিয়ে মাঝেমাঝেই খুব ঘাটাঘাটি হয়। তৎকালীন যে ম্যানেজার ছিলেন তিনি একদিন অফিসে আসলেন। এসে বললেন, -ভাই আমি কি আর জানি এই ঘটনা ঘটবে। আমি ঋণ দিলাম, লোক এতই খুশি হয়েছিল যে আমাকে বলল, "আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম।" আমি বললাম, - আসলেই এই কথা বলছিল? - হ্যা। -তাহলে তো সত্যি কথাই বলেছিল। -মানে? -তিনি ব্যাংকের কাছে চিরঋণী হয়েই থাকতে চান, ঋণ আর শোধ করতে চান না।
Posted on: Wed, 03 Jul 2013 16:39:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015