.......... ব্রেকিং নিউজ - TopicsExpress



          

.......... ব্রেকিং নিউজ .......... "সিলেটবাসীর জন্য সুসংবাদ! কিছুক্ষণ আগে থেকে সিলেট সিটি কর্পোরেশনের ৫ টি এলাকায় টেলিটক-থ্রিজি নেটওয়ার্ক পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে, যা খুব শীঘ্রই সিলেটে পূর্ণাঙ্গ থ্রিজি চালুর একটি প্রস্তুতি। লোকেশন গুলো হল- ১। দরগা মহল্লা। ২। হোটেল স্টার, মেহেদিবাগ। ৩। উদ্দীপন, মীরা বাজার। ৪। উত্তর বালুচর। ৫। সাগর দীঘির পাড়। ওই এলাকায় যারা আগেই থেকেই টুজি সিম কে থ্রিজি করে রেখেছেন তারা ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ দিয়ে দেখতে পারে। তবে যেহেতু পরীক্ষামুলক, নেটওয়ার্ক যাওয়া-আসা করতে পারে। থ্রিজি নেটওয়ার্কে ঢুকতে নেটওয়ার্ক সেটিংস এ গিয়ে 3G only/WCDMA only মুড দিন। টেলিটক থ্রিজি- বাঁধ ভেঙ্গে দাও :)" কৃতজ্ঞতা: মুনতাসিরুর রহমান রুম্মান
Posted on: Wed, 31 Jul 2013 18:53:14 +0000

Trending Topics



ight:30px;">
WEALTHY AFFILIATE is an affiliate marketing training and social
0082642887607 Specialty Products Company 88760 Stainless Steel
Price of a litre of fuel is about 70p and this comes down to 49p

Recently Viewed Topics




© 2015