@@@ ভাইরাস @@@ প্রাথমিক - TopicsExpress



          

@@@ ভাইরাস @@@ প্রাথমিক কথা: এ অধ্যায়টি ছোট, আর এখান থেকে সাধারণত প্রশ্ন আসেই। সাধারণ কনসেপ্ট থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। আর কিছু জিনিস যথারীতি মনে রাখতেই হবে। অধ্যায় সারবস্তু: ১. ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ। (মানুষ আগে জানতো না যে কেন ভাইরাল রোগ হয়, তাই বিষ মনে করতো, যদিও ভাইরাস আসলে তা না।) ২. ১৮৯২ সালে সর্বপ্রথম ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন আইভানোভস্কি, তামাকের মোজাইক ভাইরাস। (তখন ব্যাকটেরিয়ার কথা মানুষ জানতো, কিন্তু তিনি দেখেন যে এই জীবটা ঠিক ব্যাকটেরিয়া না, অন্য কিছু।) ৩. ১৯৩৫ সালে স্ট্যানলি প্রথমবারের কোন ভাইরাস হিসেবে তামাকের মোজাইক ভাইরাসকে কেলাসিত করতে সক্ষম হন। ১১ বছর পর ১৯৪৬ সালে তিনি এ জন্য নোবেল পুরষ্কার পান। ৪. ভাইরাস-এ প্রোটিন আবরণীর ভিতরে নিউক্লিক এসিড থাকে। ৫. আকৃতি অনুসারে বেশ কিছু ভাগে (৫ ভাগ) কিন্তু নিউক্লিক এসিডের ধরণ অনুযায়ী ভাইরাস দু’ভাগে ভাগ করা হয়: যথা: ডিএনএ (DNA) ভাইরাস এবং আরএনএ (RNA) ভাইরাস। @@ Click Like for next updates @@ H20
Posted on: Sat, 06 Jul 2013 05:13:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015