ভাইয়ারা আপনাদের সবাইকে - TopicsExpress



          

ভাইয়ারা আপনাদের সবাইকে অতি আগ্রহে অনুরোধ করা হইতেছে আপনারা দয়া করে অতি শীঘ্রই আপনাদের REGISTRATION করে ফেলেন। আমাদের পুনর্মিলনী সফল করার জন্য আমাদের মোটামোটি ভালো FINANCIAL সাপোর্ট এর প্রয়োজন...।। আপনারা দ্রুত REGISTRATION করলে আমরা FINANCIAL ভাবে অনেক উপকৃত হই...।। এটা আমাদের সবার অনেক আশার একটা পুনর্মিলনী।। আমাদের হাতে আর বেশি সময় নাই মাত্র ৩ মাস সময় আছে...।। তাই আপনাদের সবার সাহায্য একান্ত কামনা করছি এবং যথা সম্ভব REGISTRATION করে ফেলেন...।। REGISTRATION এর জন্য আমাদের স্কুল এ একটি বুথ খোলা হয়েছে...।। এ ছাড়া ০১৬৭৪৯০২৭৫৭, ০১৬৭০২৯৬১৫৩, ০১৬৭২০৬৩২৩৬ এই নম্বর গুলোতে যোগাযোগ করতে পারেন...।। =D
Posted on: Mon, 04 Aug 2014 18:18:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015