ভিতরে ফ্রী নেট টিপস নিয়ে - TopicsExpress



          

ভিতরে ফ্রী নেট টিপস নিয়ে হাজির হব। সারাদিন দেখি সবাই পেজে ফ্রীনেটের সাহায্য চেয়ে পোস্ট করে। ফ্রিনেট ইউজ করতে যা যা দরকার: ১)একটি এন্ড্রয়েড ফোন। ২)জিপি সিম। ৩)ইউসি৯ ব্রাউজার। (কারো কাছে না থাকলে wap.uc.cn থেকে ডাউনলোড করে নেন) ৪)জিপি সিমে Package চালু থাকা লাগবে। ১০টাকায় ৩মেগা সহ ৭দিন ফ্রি চালাতে ডায়াল করুন *111*6*1*1*4# কিভাবে করবেন: সেটিং এ গিয়ে একটা নতুন APN ক্রিয়েট করেন… নিচের নিয়মে APN খুলেন Name:gpmms Apn:gpmms Proxy:10.128.1.2 বা 10.128.001.002 Port:8080 Apn Type:default,supl সেভ করে ডিফল্ট ভাবে সিলেক্ট করে নেন। Uc9 ব্রাউজার ওপেন করেন (না থাকলে wap.uc.cn এই এড্রেস থেকে ডাউনলোড করে নেন) Uc9 ওপেন করে এড্রেস বারে আনলিমিটেড ব্রাউজ করতে হলে /ডাউনলোড করতে এর জায় গায় দিবেন Https:// পছন্দের সাইটটের নাম লেখেন। জিপি সিমের ইন্টারনেট Package চালু থাকা লাগবে। তিন মেগা নয় টাকা দিয়ে কিনতে ডায়াল করুন *111*6*1*1*4#। এই Package দিয়ে ৭দিন আনলিমিটেড ব্রাউজ/ডাউনলোড করতে পারবেন। যদি কেউ না পারেন তাহলে কমেন্টে জানাবেন। আশা করি ফ্রীনেটের চাহিদা একটু হলেও কমবে। আগামীকাল অনান্য ফোনে ফ্রী নেট টিপস নিয়ে হাজির হব।
Posted on: Mon, 22 Jul 2013 18:05:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015