#ভাবলাম : ^^আগে ওত কিছু - TopicsExpress



          

#ভাবলাম : ^^আগে ওত কিছু বুঝতাম না,কোনো complication বুঝতাম না, সব কিছু dreamy লাগত, এখন কিছু dreamy লাগে না,dream world এ আজ আমি বাস করি না।কত কিছু বুঝি!complication না থাকলেও সব কিছু complicated করে ফেলি ...কি লাভ হলো ?কার কি যায় এসেছে? :/ আগেই ভালো ছিলাম না? :) ^^আগে সবার সাথে rude behave করতাম, কাউকে care করতাম না,কারও feelings এর দাম দিতাম না,ভাবতাম কষ্ট পেলে আমার কি ? এখন এমন মোটেও না !এখন সবাই আমার সাথে rude behave করে, যেই ভাবে পারে অপমান করে,কিছু যায় আসে না :/ অন্যকে কষ্ট দিতে পারলেই শান্তি! তাও আমি নির্লজ্জের মতো তাদের সাথেই কথা বলি, :v আগেই ভালো ছিলাম না? :( ^^আসলে ‘emotion’ word টার existence শুধু fb তে I mean virtual world আসে Real life এ এর কোনো অস্তিত্ব নেই, জায়গা নেই,দাম নেই তাই রাখা উচিত না নিজের মাঝে কারো জন্য কোনো feelings… :P Change হয়ে যাবো আবার আগের মত,দরকার নাই কারো দয়ার,একাই পারবনি,পারলে পারব না পারলে নাই!হয়তবা কারো কাছ থেকে ভালো কোনো কথা শুনবো না,bt at least এতটুক surety যে খারাপ কথা শুনবো না। :( ^^হুম!missed every sign,believed every lie,i was waiting for more.. এটা কোনো life না! -_- !! If you tear my little world apart,You have no regrets nd I dont appreciate that :/ Theres a voice thats in the air:Saying dont look back nowhere...bt still আগের মতো হয়ে যাবো,as Nothing left to figure out .. I realize that Im so tired of feeling confused .. আগের মতো হইতে হয়তো কষ্ট হবে,হয় কিছু পাব!না হয় সব হারাব...তাতে কি হইসে?নিজের অস্তিত্বটা তো খুঁজে পাবো!এই কি বেশি না? :D কারো ভাব আমি tut tut করি না।এতো ঠেকে না। ওরা ওদের ভাব অন্যদের দেখাক। tear me up, Ill cut ‘em down to size :/ মানে কারো জন্য weakness আসে জানলে সে taunt-মার্কা কথা শুনাবে, এইটা কেমন কথা। হইসে। #had_enough -_- !! What you dont know is how Great it feels to let you go......... Im happier alone ^_^
Posted on: Sun, 04 May 2014 03:45:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015