ভিভিআইপি ও সিআইপিরা - TopicsExpress



          

ভিভিআইপি ও সিআইপিরা চোর আবুল বারকাত __________ This is a Bangladesh Protidin (the top guys of this paper is known to be basically pro-BAL) report of 20th April. Opinion poll shows 96% people said YES, as published on 21st April! So, there you are - any question or doubt? _______ ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০১৪, ৭ বৈশাখ ১৪২১, ১৯ জমাদিউস সানি ১৪৩৫ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (সিআইপি) অধিকাংশই চোর। গতকাল দুপুরে রাজধানীর বিসিআইসি মিলনায়তনে জনতা ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল বারকাত এসব কথা বলেন। জনতা ব্যাংকের অস্থায়ী কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের তৃতীয় বর্ষপূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, সৈয়দ বজলুল করিম, মাহবুবুর রহমান হিরণ প্রমুখ। আবুল বারকাত বলেন, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্বৃত্তদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। কিন্তু ৭৫ সালের পর আমাদের রাষ্ট্রের মুখ বিপরীত দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নিয়ে গেছে তারাই লুটপাট করেছে। এই লুটপাটকারীরা এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের বিশেষ মর্যাদা ভোগ করেন। তবে এর বিপরীত লোক আছেন। তিনি বলেন, এসব লুটপাটকারীর জন্য স্থান ছেড়ে দেওয়া মানে মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দেওয়া। ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করা। দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কিন্তু আমরা এখন তার বিপরীত দেখছি। আবুল বারকাত বলেন, জনতা ব্যাংক সারা দেশে কয়েকশ অসহায় মুক্তিযোদ্ধাকে সহায়তা করেছে। যাদের রাষ্ট্র বহুদিন কোনো খোঁজ রাখেনি জনতা ব্যাংক তাদের খুঁজে বের করেছে। তাদের জন্য সামান্য হলেও কিছু করার চেষ্টা আমরা করেছি। তিনি বলেন, এমন অনেক মুক্তিযোদ্ধা পরিবার দেখেছি যারা বস্তিতে জীবন যাপন করছে। তিন বেলা খেতে পারছে না। নিজেদের জীবনবাজি রেখে তারা দেশকে স্বাধীনতা দিয়েছে। তাদের জন্য আমরা যদি কিছু না করি সেটা হবে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা।
Posted on: Mon, 21 Apr 2014 16:28:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015