ভারি বিপদ এ পড়া গেল। ice bucket or - TopicsExpress



          

ভারি বিপদ এ পড়া গেল। ice bucket or rice bucket challange এর চেয়ে কঠিন challenge আমার সামনে :p. আমার sweet দুই roommate Khoshnuma Sidratul Ador and Sushmita Biswas আমাকে তাদের status এ tag করে এই বিপদ এ ফেল্ল। আমাকে নাকি ১০ খানা প্রিয় বই এর নাম লিখতে হবে। এতগুলো গল্পের বই থেকে ১০ নাম বেছে নেয়া আসলেই কস্টের. তবুও চেষ্টা করে দেখলাম ..... ১) Harry Potter - j.k. Rowling (এই series এর বই and movie গুলো এখনো আমাকে মুগ্ধ করে) ২) তিন গোয়েন্দা (Teenage তো কাটালাম এই series এর বইগুলো পড়ে . প্রায় এই বইগুলো পড়ে adventure এ বের হয়ে পড়তে ইচ্ছে হতো ) ৩)প্রথম আলো -সুনীল গঙ্গোপাধ্যায় (অসম্ভব সুন্দর একটা বই।) ৪)সেই সময় (সুনীল গঙ্গোপাধ্যায় ) ৫)জোছনা ও জননী র গল্প (হুমায়ূন আহমেদ) কেও হুমায়ূন. আহমেদ Sir এর্ একটা বই পড়তে চাইলে আমি এই বই suggest কর্ব। অসাধারণ একটা বই ৬) লিলুয়া বাতাস -(হুমায়ূন আহমেদ) ৭) আমার বন্ধু রাশেদ (জাফর ইকবাল) জাফর ইকবাল sir এর উপর আমার অনেক রাগ। এত সুন্দর একটি বই এর কেন উনি এত কস্টের ending দিলেন :( ৮) আমি তপু - (জাফর ইকবাল ) ৯)Anna Franks diary (সাধারণ একজন মেয়ের diary তে অসাধারণ এক কাহিনী ) 10)Nothing lasts forever, bloodline, the sky is falling- Sidney Sheldon (A writer who can combine mystery, love, passion, adventure in a book) আমি আমার প্রিয় বইগুলোর নাম লিখলাম . এখন challange করলাম Megh Pori, Mahzabin Ahmed Badhon, Shihan Rini, Shamrita Haque Ananna, বিকেল চড়ুই. Nasrin Akter Sarna. Farhan Sajid
Posted on: Tue, 02 Sep 2014 18:43:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015