(ভার্সিটি রিভিউ:সকল - TopicsExpress



          

(ভার্সিটি রিভিউ:সকল ইউনিট সম্পর্কে বিস্তারিত) MBSTU এ রয়েছে মোট চারটি ইউনিট (A,B,C,D)। চারটি ইউনিটে সর্বমোট ১৫ টই সবজেক্ট। চারটি ইউনিট মিলে টোটাল আসন সংখ্যা ৭৭২ টি। A UNIT: A ইউনিটে রয়েছে ৩টি সাবজেক্ট। ১. Computer Science & Engineering (CSE). ২. Information & Communication Technology (ICT). ৩. Textile Engineering (TE). সিএসই , আইসিটি, টিই এই তিনটি সাবজেক্টেই রয়েছে ৫৫ টি করে সিট। B UNIT: সর্বমোট ৬ টি সাবজেক্ট রয়েছে এই ইউনিটে। ১. Environmental Science & Resource Management(ESRM). ২. Criminology & Police Science(CPS). ৩. Food Technology & Nutritional Science(FTNS). ৪. Biotechnology & Genetic Engineering(BGE). ৫. Pharmacy. ৬. Biochemistry & Moleculer Biology(BMB). ESRM,CPS, FTNS,BGE এই চারটি সাবজেক্টে রয়েছে ৫৫ টি করে সিট। Pharmacy, BMB এই দুটো সাবজেক্ট এ রয়েছে ৩০ টি করে। C UNIT: এই ইউনিটে রয়েছে চারটি সবজেক্ট। ১. Physics. ২. Chemistry. ৩. Mathematics. ৪. Statistics. Physics, Mathematics & Statistics প্রত্যেকটিতে রয়েছে ৫৫ টি করে সিট। Chemistry তে আছে ৫২ টি সিট। D UNIT: D ইউনিটে সর্বোমোট ২ টি সাবজেক্ট। ১. Business Adminstration(BBA). ২. Economics. BBA তে রয়েছে ৫৫ টি সিট। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত সিট সংখ্যা ১২, ব্যাবসায় শিক্ষা ৩৭ এবং মানবিক বিভাগের জন্য ৬ টি। Economics এও রয়েছে ৫৫ টি আসন। ( বিভাগ অনুসারে বরাদ্দ আসন সংখ্যা- বিজ্ঞান-১৬ ব্যাবসায় শিক্ষা-১৭ মানবিক-২২)
Posted on: Fri, 21 Nov 2014 05:00:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015