ভালোবাসা সম্পর্কে চির - TopicsExpress



          

ভালোবাসা সম্পর্কে চির সত্য কিছু উক্তি ১/ সিগারেট ও মেয়েদের মধ্যে মিল কি যানেন, দুটাই ক্ষতিকর কিন্তু আমরা দুটাই চাই । ২/ যে মেয়ে যত বেশী সুন্দরী, মনে রাখবেন আপনার সিরিয়াল তত পরে । ৩/ মানুষ ছ্যাঁকা খেলে কষ্ট পায় না; কষ্ট পায় এই ভেবে যে, সে জীবনে আর কোনদিন ছ্যাঁকা খাবে না । ৪/ ভালোবাসা হলো বেলুনের মত; আপনি যদি এটা ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি অনেক উপরে উঠতে পারবেন । ৫/ মনে রাখবেন, জাহান্নামে গেলে সাবার আগে আপনার চোঁখকে শিখকাবাব বানাইবো । ৬/ মেয়ে হলো এন্টিভাইরাসের মত, আপনি যদি ঠিক মত ইনিষ্টল করতে পারেন, আমি sure আপনার কোন ভাইরাস আপনাকে এটার্ক করতে পারবেনা । ৭/ অন্যের বউকে দেখতে সব সময় ভালো লাগে কিন্তু অন্যকে দেখতে না । ৮/ এটা ঠিক একটা মেয়ে চলে গেলে দশটা মেয়ে আপনার দরজা আসবে কিন্তু আপনার দরজা তখন সংকির্ন থাকে । ৯/ ভালোবাসার ক্ষেত্রে নিজেকে MAN হিসাবেই ভাবা উচিত, কিন্তু আমরা বেশীর ভাগ মানুষ BOY এর মত কাজ করি। ১০/ আপনের future আপনের কাছে রাখা উচিত, আপনার future যদি আপনারGirl friend কছে রাখেন, তাহলে আপনি মরছেন ///... Darkness.....2
Posted on: Mon, 01 Sep 2014 06:19:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015