মা-বাবার সামনেই দু বোনকে - TopicsExpress



          

মা-বাবার সামনেই দু বোনকে বিবস্ত্র করে নির্যাতন কক্সবাজারে পিতামাতার সামনে তাদের স্কুল ও কলেজ পড়ুয়া দু’ মেয়েকে বিবস্ত্র করে নির্যাতন করল একদল বখাটে। বখাটেরা চলে যাওয়ার সময় বসতবাড়িতে ব্যাপক লুটপাট চালায়। গতকাল শনিবার বিকেলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ার নুরুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্যাতনের শিকার ছাত্রীর পিতা নুরুল আমিন জানান, শনিবার বিকেলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ার বখাটে মফিজুল হক, এমরান ও অছিয়র রহমানসহ কয়েকজন বখাটে যুবক জোরপূর্বক তার বসতভিটায় প্রবেশ করে বাড়িঘরে ব্যাপক হামলা ও লুটপাট চালায়। এসময় তারা কলেজ পড়ুয়া মেয়ে মোশাররফা (১৭) ও স্কুল পড়ুয়া মেয়ে মোশফেকাকে (১৫) আমাদের সামনে বিবস্ত্র করে নির্যাতন চালায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লুন্ঠিত মালামাল উদ্ধার করে দিলেও কাউকে গ্রেপ্তার করেনি। এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted on: Tue, 30 Jul 2013 19:52:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015