মিউজিক কম্পোজ করার জন্যে - TopicsExpress



          

মিউজিক কম্পোজ করার জন্যে কিছু অতি প্রয়োজনীয় সফটওয়্যারের পরিচিতি টিউটো-ফিউটো, জ্ঞ্যানগর্ভ পোষ্ট লেখা ছাড়ান দিছি বহুৎ আগে ৷ বহু বছর পর মিউজিক নিয়া দুই-চাইরটা কথা/জ্ঞ্যান শেয়ার করি, দেখেন যদি কারো কাজে লাগে ৷ শুরুতেই বৈলা রাখি, আমি যেইভাবে ফিজিক্যালি কথা বলি, যেই টোনে কথা বলি, তার বাইরে শুদ্ধ কৈরা বাংলা লিখতে পারি না সবসময় ৷ এতে নানা শব্দ, শব্দের বানান বিকৃত হৈলেও “খেয়েছি-গিয়েছি” কৈরা কথা কৈ না বৈলা সেইভাবে লিখতে ও পারি না ছোটবেলা থেকা.. বিরক্ত হৈলে ক্ষমাপ্রার্থী.. এই আর্টিকেল লেখার মূল কারন, কোন একদিন কোন এক পেইজে এ্যাডমিনের মূর্খের মত বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ কর্তে যায়া অনেক তর্ক-বিতর্ক কৈরা উলুবনে ঘিলু ব্যায় কর্ছিলাম কোন এক কালে ৷ সে লিখছিলো - “একটি মজার তথ্য- আপনারা কি জানেন যে এই প্রজন্মের সুপারস্টার কণ্ঠশিল্পী হাবীব ওয়াহিদ এর কণ্ঠটির নাম কি? যে গানগুলি আপনারা হাবীব ওয়াহিদ এর কণ্ঠে শুনতে পান সেটি আসলে হাবীব ওয়াহিদ এর কণ্ঠ নয় ! এটি SP2 & SP4 নামক একটি মিউজিক সফটওয়্যার যা দিয়ে আপনিও অতি সহজে গান গাইতে পারবেন এবং রাতারাতি জনপ্রিয় হতে পারবেন। SP4 হচ্ছে সবচেয়ে আপডেট ভার্শন যা আপনার কণ্ঠের সাথে তাল ও লয় মিলিয়ে পুরনাজ্ঞ একটি গানের ট্র্যাক তৈরি করে ফেলতে পারে। তাহলে আর দেরী কেন? কেন এতো কষ্ট করে ওস্তাদের কাছে গান শিখে সময় নষ্ট করবেন? আজই SP2 অথবা SP4 সফটওয়্যার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন এবং আপনার অ্যালবাম প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিন।“ পোলাপাইনের কমেন্ট, নাচনকুদন দেইখা মিজাজ ঠিক ছিল না ৷ লেখাগুলা বাংলায় টাইপ কর্ছিলাম, ভাবলাম ঐগুলা এইখানে কাটছাটএ্যাড কৈরা দিলে কারো উপকারে আসলেও আসতে পারে.. তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়া শুরু করি (যদি ও এই পার্ট কোন কাজে আসবো না কারো ৷ স্কিপ করতে পারেন ইচ্ছা হৈলে).. ২০০৩-০৪ এ ইচ্ছা হৈলো গিটার শিখুম ৷ পাড়াতো এক ভাইয়ের কাছে কয়েক সপ্তাহ গেলাম, বাসায় বৈসা প্র্যাক্টিস কর্লাম, টুকটাক বাজানোর অভ্যাস আছে.. ২০০২ থেকা কম্পিউটার নিয়া একলা একা সারাদিন গুতাগুতি ৷ গিটার শিখার পর বাসায় প্রথম নিজে কম্পিউটার দিয়া ড্রাম, কিবোর্ড বাজায়া, নিজে আনাড়ি হাতে গিটার বাজায়া রেকর্ড কর্লাম অর্নবের “সে যে বসে আছে” গানটা ৷ সেই থেকা শুরু, তারপর টুকটাক ৪০-৫০টা ইন্সট্রুমেন্টাল, ১৫-১৮টা অন্য মানুষের গান, ২০০৫ থেকা ২০০৮ তে কিছু গান কম্পোজ করা হৈলো শখের বসে ৷ এক “দূরসম্পর্কের” ফ্রেন্ড আসতো বাসায় ইলেক্ট্রিসিটি গেলেই, গান করতে ৷ সে গাইতো, আমি বাজাইতাম ৷ তারে নিয়া কিছু লাইভ ভিডিও গান কৈরা ইউটিউবে আপলোড করলাম ২০০৭-০৮ এ ৷ কিছু হিন্দি গান ও ছিল ৷ কিছু কিছু গান ইউটিউবে অনেকের মতে “বেস্ট কভার্ড” ৷ যাই হোক, পাশাপাশি থ্রিডি এনিমেশন এ গুতাগুতি চললো ৷ এই সব যখন করি, আমার কম্পিউটার কনফিগারেশন ছিল ১২৮ মেগা র্যাম, ৬৪ মেগা গ্রাফিক্স কার্ড, ১৩ গিগা হার্ডড্রাইভ, পেন্টিয়াম ২ প্রসেসর ৷ মাঝে ২০০৭-০৮ এ র্যাম আর হার্ডডিস্ক চেনজ কর্ছিলাম ৷ মূল কথায় আসি ৷ ক্যামনে কি করলাম? গানের ভয়েস রেকর্ড কর্ছি প্রথমে উইন্ডোজের বিল্ডইন “সাউন্ড রেকর্ডার” দিয়া ৷ তা একমিনিটের বেশি রেকর্ড করা যায় না ভয়েস ৷ অফ হয়া যায়, সাথে সাথে আবার রেকর্ড প্রেস করলে আবার কাজ করে ৷ মাইক্রোফোন? ভাই আমি ফকির মানুষ ৷ বাসায় প্রতিবছর দাদা-দাদীর নামে মিলাদ হৈতো বড় আয়োজন কৈরা, তাই বাসায় একটা মাইক কেনা হৈছিলো যেটা মসজিদের ইমামরা তাগো পান্জাবিতে আটকায়া নামাজে দাড়ায় ৷ ঐ মাইক দিয়া আমি পাপী মানুষ গান কর্ছি ৷ কোয়ালিটি খুব বাজে ছিল ৷ আমার এক ক্লাশমেট আমার গিটারের উপর বাড়ি মাইরা ড্রামের তাল দিছে ৷ সেইটুক রেকর্ড কর্ছি ৷ দেন হেডফোন কানে লাগায়া ঐটুক প্লে কৈরা আমি গিটার বাজায়া আরেকটা ফাইলে রেকর্ড কর্ছি ৷ দুইটা একসাথে মিক্স কৈরা শেষে ভয়েস ৷ নো রিভার্ভ, নো ইফেক্ট, নো কাটছাট ৷ কারন উইন্ডোজের সাউন্ড রেকর্ডারে এইসব করা যায় না.. শেষে সাইন্সল্যাবের “কোয়ার্টজ ডট কম” নামের এক বিশেষ দোকানের সন্ধান পায়া সেইখান থেকা ৩০০ টাকা দিয়া কিনলাম Cubase আর Frooty Loops (FLStudio) ভারশন ৩ ৷ দিনরাত পৈরা রৈলাম ৷ FLStudio মূলত এমন একটা সফটওয়্যার, যেইটা দিয়া আপনি ড্রাম থেকা শুরু কৈরা কিবোর্ড, হারমোনিয়াম, তবলা সহ দুনিয়ার তাবৎ জিনিষ লেয়ার বাই লেয়ার কম্পোজ কৈরা প্রোফেশনাল কোয়ালিটির ইন্ডাস্ট্রি লেভেলের মিউজিক বানাইতে পারবেন ৷ হাবিবের একটা রিমিক্স এ্যালবাম এইটা দিয়া করা ৷ ডিজে রাহাতের প্রথম ২টা এ্যালবাম এইটা দিয়া করা ৷ Cubase হৈলো মিউজিক দুনিয়ার ফটোশপ ৷ এইখানে লেয়ার বাই লেয়ার গান, ভয়েস রেকর্ড কৈরা কাটছাট কৈরা ইফেক্ট দিতে পারবেন ৷ FLStudio’র 7 এ ওরা ভয়েস রেকর্ড করার সিস্টেম দেয় ৷ এর আগে এইটা শুধু ইন্সট্রুমেন্ট কম্পোজ করার জন্যে ভাল ছিল ৷ এখন ভার্শন ১১ পাওয়া যায় সম্ভবত ৷ আমি এখনো ৫ ব্যবহার করি, কারন আমার সব সেটিং/প্লাগিন সেই ৭-৮ বছর ধৈরা আমি এক জায়গায় রাখছি ৷ নতুনটায় মুভ করা হয় নাই ৷ FLStudio খুব ইউজারফ্রেন্ডলি ৷ একবার কনসেপ্ট বুইঝা ফেল্লে পানি ভাত ৷ এই ক্যাটাগরীর জটিল সম্বৃদ্ধ একটা সফটওয়্যার হৈলো “Propellerhead Reason” ৷ সেইরকম একটা জটিল জিনিষ, তবে সেইরকম প্যাচঘোচ! আমি এতবছর পর আইজো ঠিকমত চালাইতে পারি না, কারন স্পেশাল ট্রেনিং দর্কার ৷ টিউটো আছে, দেখতে ভাল লাগে নাই ৷ হাবিব ফুয়াদ থেকা শুরু কৈরা সবাই এইটা ব্যবহার করে ৷ তারা মেইনলি যেইটা ব্যবহার করে, সেইটার নাম ProTools ৷ এইটা সম্ভবত এ্যাপলের প্রোডাক্ট ৷ এইটা চালানের লাইগা স্পেশাল দামি হার্ডওয়্যার কিনতে হয় ৷ বাইরের দেশে মিউজিক কম্পোজিশানের উপর কোর্স কর্তে গেলে এই সফটওয়্যারগুলা শিখাইবো মাষ্ট ৷ ভাই, প্যাচাল বেশি হয়া যাইতেছে ৷ সব মাথার উপর দিয়া যাইতেছে বুঝতাছি ৷ কিছু ভিডিও’র লিংক দিতাছি, ইউটিউব ম্যানেজ কৈরা দেইখেন ৷ পানির মত ক্লিয়ার হয়া যাইবো কি বলতেছি ৷ FLStudio বা Reason, এগুলা কিন্তু খুব বেশি বড় সফটওয়্যার না ৷ FLStudio ৫ তো মনে হয় ৩০ মেগা, আর Reason 5 ৩০০মেগা ৷ তাইলে কাহিনি কি?? এত এত সাউন্ড!! কাহিনি হৈলো “Sound Bank” ৷ একেকজনের সাউন্ডব্যাংক যত এনরিচ, তারা তত শক্তিশালি ৷ ধরেন আমি রিজনের জন্যে বাশির একটা সাউন্ডব্যাংক ডালু করলাম, Reason এর সাউন্ডব্যাংক ফাইলের ফর্মেট আলাদা ৷ ঐটা অন্য কারো সাথে মিলে না ৷ সেই সাউন্ডব্যাংক ফাইলটা আমি রিজনের ফোল্ডারে কপি কর্লেই কেল্লা ফতে! রিজন ওপেন করলেই দেখা যাইবো আমি নানা ধরনের বাশির ইন্সট্রুমেন্ট লোড করতে পারতেছি ৷ সেই ইন্সট্রুমেন্ট আলাদা লেয়ারে লোড কৈরা প্রোফেশনাল কিবোর্ড পিসিতে লাগায়া প্রেস করলেই বাশি বাজবো! আপনার কিবোর্ড নাই? সমস্যা নাই ৷ এইগুলা আপনি পিসির কিবোর্ড প্রেস কৈরাও কম্পোজ কর্তে পারবেন ৷ FLS এর জন্যে লাগে VSTi ৷ ধৈরা নেন এইটা প্লাগিন, যা ইন্সটল করলে নানা ধরনের ইন্সট্রুমেন্ট বা ইফেক্ট আপনি এ্যাড করতে পারবেন ৷ আমার কিছু প্রিয় VSTi এর নাম বলি ৷ আপনারা ভিডিওগুলা দেখেন ৷ খুবই চমৎকৃত হৈবেন! প্রশ্ন – হাবিবের গান অন্যদের থেকা আলাদা ক্যান? উত্তর হৈলো, আগের যুগে ভয়েসে ইফেক্ট দেয়া যাইতো না ৷ তাই গানগুলা প্লেইন ৷ এখন এমন কোনো পাব্লিক পাবেন না যে ভয়েসে Reverb, Echo, Normalize, Delay ইত্যাদি ইফেক্ট না দেয় ৷ সবাইকেই দিতে হয় ৷ হাবিবের প্রথম এ্যালবামে সে কায়া’র ভয়েসে টিউনার ব্যবহার করছে, তখন সেইটা পাব্লিক খাইছে ৷ এখন কম খায় ৷ হাবিবের নিজের গানের একটা সেটিংস আছে ৷ ধরেন, ন্যান্সি যদি হাবিবের সুরে গান করে, ন্যান্সি রে ভিন্ন ভাবে খুঁজে পাবেন ৷ আর সেই ন্যান্সি যখন আলাউদ্দিন আলি বা এস আই টুটুলের সুরে গান করবে, ন্যান্সি কে চিনতে পারবেন না ৷ ন্যান্সির একটা এ্যালবাম আছে, যেইটা তার প্রথম এ্যালবাম হাবিবকে ছাড়া ৷ শুনে দেইখেন, পার্থক্য বুঝতে পারবেন ৷ মোদ্দা কথা হচ্ছে, সবাই তাদের ভয়েসে ইফেক্ট ব্যবহার করে ৷ হাবিবের নিজস্ব সেটিং এর জন্যে তার একটা নরমাল জিঙ্গেল ও শুনতে অনেক ভাল হয় ৷ প্রশ্ন – হাবিব তো চুট্টা, ল্যাপটপ ছাইড়া গান করে ৷ খালি ঠোঁট মিলায় ৷ উত্তর হৈলো, আপনার জানায় ডিশটাব আছে ৷ হাবিব ক্যান ল্যাপটপ দিয়া কনসার্ট করে, এইতো আপ্নাদের ক্ষোভ? যে কারন আপ্নারা তুলে ধরছেন, তা ভুল ৷ আমি বলি আসল কারন ৷ তার ল্যাপিতে তার নিজের গানের করা ট্র্যাক আছে ৷ ভয়েস ছাড়া খালি ট্র্যাক ৷ সে ল্যাপি ছাইড়া সেই ট্র্যাকের উপর গান করে ৷ তার কারন, তার বেশির ভাগ গানে “সাউন্ড ব্যাংক” এর লুপস ব্যবহার করে সে ট্র্যাক বানাইছে ৷ সেই রকম করে কেউ বাজাইতে পারবে কিনা, তার মন মতো সাউন্ড আউটপুট পাবে কিনা সেইটার রিস্ক না নিয়ে সে ল্যাপিতে ট্র্যাকের উপর গান করে ৷ এতে যে এ্যারেন্জার আছে, তার ও বাড়তি পোলাপাইন হায়ার করতে হয় না ইন্সট্রুমেন্ট প্লে করার জন্যে ৷ ধরেন সে “দিন গেল তোমার পথ চাহিয়া” গাবে ৷ সেই গানে যে পারকাশান, মিউজিক বিট, তা বাজাইতে হৈলে স্পেশাল ইন্সট্রুমেন্ট লাগবে ৷ যা হায়ার করতে আয়োজকদের বাড়তি টাকা লাগবে ৷ আর এই গান টা আমরা যেহেতু সেই বিটে শুনছি, অন্য কেউ নরমালি ড্রাম বাজায়া করলে পুরা মিউজিক ফিলটাই নষ্ট হয়ে যাবে ৷ সেই রিস্ক হাবিব নিতে চায় না বলেই সে ট্র্যাক ব্যবহার করে ৷ গানগুলা দেখেন, নিজে বুঝার চেষ্টা করেন পার্থক্য ৷ এখানে তার ভয়েসের জন্যে বাড়তি কিছুই ব্যবহার করা হয়নি ৷ অথচ আসল গানের কাছাকাছি সে গাওয়ার চেষ্টা করছে ৷ আয়োজকের বাজেট বেশি, তাই অনেক লোক বাজাইতেছেঃ (ভিন্ন ট্র্যাক, বাশি ছাড়া ৷ কারন জালাল নিজে আসলটায় বাশি বাজাইছিলো, এখানে আয়োজক খোদ জালালকেই ভাড়া করে আনছে) youtu.be/AnvluO11kRM আয়োজকের বাজেট কম, তাই অনেক লোক বাজাইতেছে নাঃ (ভিন্ন ট্র্যাক, জালাল নাই, তাই বাশি সহ ট্র্যাক) youtube/watch?v=dK4LwAfE46A ক্যানো পিরিতি বাড়াইলাঃ (আয়োজক হাবিবকে ভাড়া করতে যায়াই ফতুর, তাই ট্র্যাকই ভরসা ৷ একদম নরমাল গলায় গাওয়া) youtube/watch?v=eXd0ZDWr-zQ লাগলে আরো বৈলেন, লিংক দিবো ৷ কথাগুলা শুনলে ভাববেন হয়তো আমি হাবিবের অন্ধ ভক্ত ৷ ভুল ধারনা ৷ বাউল শাহ আব্দুল করিম নিয়া আমার একটা পেইজ আছে, আমি নিজের মাটির গান শুনি, শেয়ার করি ৷ ঐটা নিয়া তর্ক কর্ছিলাম ঐ এ্যাডমিনের সাথে কারন ভুল কিছু তুলে ধরতেছে বলে ৷ আমার কাছে ১২০গিগার বেশি “সাউন্ড ব্যাংক” VSTi আছে ৷ Youtube এ সার্চ করেন, VSTi সম্পর্কে জানতে পারবেন ৷ সব কম্পোজারের প্রথম যে পছন্দগুলা, তারা যেগুলা ব্যবহার করে, সেগুলার নাম বলি ৷ Youtube এ নাম ধরে ধরে সার্চ দেন, বুঝতে পারবেন মাল গুলা কি ৷ নিচে বলতেছি নাম ৷ ভিডিও লিংক ও দিবো কিছু, দেইখেন ৷ আবার বলি ৷ VSTi কি? এটা হচ্ছে এক ধরনের প্লাগিন ৷ এটা ইন্সটল, বা ক্ষেত্রবিশেষে হোষ্ট প্রোগ্রামে (মেইন কম্পোজার সফটওয়ার এ) কপি করে ব্যবহার করা হয় ৷ যেমনঃ আমি যদি SwarPlug ইন্সটল করি, আমি আমার কম্পোজারে নতুন আইটেম দেখতে পাবো যেখানে ঐ নতুন আইটেম ওপেন করলে আমি অনেকগুলা ইন্ডিয়ান ইন্সট্রুমেন্ট খুজে পাবো ৷ এখন আমার কাজ হচ্ছে ঐ ইন্সট্রুমেন্ট একেকটা লেয়ারে এ্যাড করে কিবোর্ড দিয়ে তা বাজানো ৷ SwarPlug Demo: youtube/watch?v=XCc9xl2An4Q Logic ProTools: Apple এর ৷ এইটার জন্যে স্পেশাল হার্ডওয়ার লাগে ৷ প্রফেশনাল ব্যবহারকারীদের জন্যে ৷বেশিরভাগ প্রোফেশনাল মিউজিশিয়ান এইটা ব্যবহার করে ৷ এই সফটওয়ারের আছে সম্বৃদ্ধ নিজস্ব সাউন্ড ব্যাংক ৷ Propellarhead Reason: পাওয়ারফুল আর এক্সট্রিমলি কঠিন ইন্টারফেসের মাল ৷ বেশির ভাগ প্রোফেশনাল + যাগো লজিক হার্ডওয়ার কেনার ট্যাকা নাই, তারা ব্যবহার করে ৷ এর ও সাউন্ড ব্যাংক সংগ্রহ অসাধারন ৷ ভিডিওটা দেখেন, বুঝতে পার্বেন মালটা কি ৷ এইটা জাষ্ট ড্রাম রিফিল, এইরকম হাজার রিফিল আছে বাশি, গিটার, ইন্ডিয়ান ইন্সট্রুমেন্টের ৷ youtube/watch?v=DshlslgYwlk&feature=related FL Studio (Frooty Loops): সহজ, প্রোফেশনাল মিউজিক কম্পোজের জন্যে ৷ অসাধারন! সাউন্ড ব্যাংক ভালো, VSTi এ্যাড কর্লে তো কথাই নাই ৷ শুধু এই একটা সফটওয়ার দিয়া অনেক কিছুই কৈরা ফেলা যায় মিউজিক প্রোফেশনে ৷ হাবিবের একটা এ্যালবাম বের হৈছিলো তার পুরান হিট গানের রিমিক্স নিয়া ৷ঐটা FL দিয়া করা ৷ ডিজে রাহাত এর প্রথম ২টা এ্যালবাম এইটা দিয়া করা ৷ আরো অনেক উদাহরন আছে ৷ আমার ২০০৫ এ যাত্রা শুরু FL 3 দিয়া, এখন ১১ পাওয়া যায় ৷ ভিডিও দেখেন, পানির মত ক্লিয়ার হয়া যাইবো কনসেপ্টঃ youtube/watch?v=FHWer4AnYGY&feature=related আমার কিছু প্রিয় VSTi/3rd Party প্রোগ্রামের নাম বলি ৷ ভিডিও গুলা দেখেন, আশা করি ভাল লাগবো.. ভয়েসের জন্যে Melodyne: ছোট ছোট ৪টা পার্ট দেখেন, সুন্দর ভাবে প্রেজেন্ট করা ৷ Part 1 youtube/watch?v=qHaPnhQRRdk&feature=related Part 2 youtube/watch?v=No2PLIdzG9c Part 3 youtube/watch?v=p_2-xK6KZzY&feature=relmfu Part 4 youtube/watch?v=TDlTgIYDXD0&feature=relmfu Melodyne – Sing like a pro youtube/watch?v=8zeLKMHxbN8 Melodyne Vs. Autotune youtube/watch?v=QZBm1C87pes&feature=related এই লুল গান টা দেখলে বুঝবেন ভয়েসরে ক্যামনে অটোটিউন কর্ছেঃ বুরকা পড়া মেয়ে পাগল করেচেঃ youtube/watch?v=ZApFFpY6jfI ভয়েস রেকর্ডিং আর মিউজিক মাষ্টারিং এর জন্যে প্রথম চয়েজ সবার Nuendo, আর Cubase. দুইটাই দেখতে প্রায় সেইম ৷ youtube/watch?v=re0tuhQB4gU VSTi: Real Guitar VSTi: youtube/watch?v=3JzIBNXHHEg&feature=related Omnisphere (Best VSTi Ever!) : youtube/watch?v=NLOQnPt0AfI Realstrat: youtube/watch?v=bpF08uzcgQU youtube/watch?v=QMmP5L1F5h0&feature=relmfu Accoustic Guitar এ পিকআপ লাগাইলে এই সফটওয়ার দিয়া ইলেকট্রিক গিটার বানানো যায় ৷ Guitar Rig youtube/watch?v=M_91GiwW_Wc&feature=relmfu আশা করি উপরে যা যা দিলাম, অনেক অজানা কিছু জানতে পারবেন ৷ ও, আরেকটু এ্যাড করি ৷ আমার কাছে অনেক কিছুই আছে ৷ কিন্তু আমারে দিয়া হাবিবের মত বা অন্য প্রডিউসারদের মত মিউজিক হবে না ক্যান জানেন? কারন আমার মাথায় মাল নাই ৷ এই সবে রক্তের-জিনের প্রভাব, পরিবেশের প্রভাব, আর মাথায় মাল থাকা লাগে ৷ নাইলে ঘরে ঘরে মিউজিশিয়ান পয়দা হৈতো ৷ আমার ইউটিউব চ্যানেলে প্রায় ৮৫টার বেশি ভিডিও কভার সং+নিজের কম্পোজ করা অডিও ইন্সট্রুমেন্টাল+অডিও গান+এনিমেশন আছে ৷ ঘুইরা আসতে পারেন ৷ suMOniOri’s Youtube Channel
Posted on: Wed, 12 Jun 2013 11:29:55 +0000

Trending Topics




© 2015