মাওলানা ভাই এই প্রথম - TopicsExpress



          

মাওলানা ভাই এই প্রথম গ্রাম থেকে শহরে। আমাকে সহ নিয়ে গেলেন ওনার ছোট ভাইয়ের লজিং বাসায়। ড্রইং রুমে বসে কথা হচ্ছিল। মাওলানা ভাই দুই আংগুল তুলে ইশারায় বুঝালেন, বাথরুমের চাপ, জরুরী! ছোট ভাই তাকে গেস্ট টয়লেট দেখিয়ে দিল। কয়েক সেকেন্ড পর মাওলানা দুই পা খিঁচে মডেলের মত ক্যাট ওয়াক করতে করতে বেরিয়ে বললেন, “বদনা?”। ছোট ভাই গিয়ে বদনার বিকল্প - হোস্পাইপ দেখিয়ে দিল। মিনিটখানেক পর বাথরুমে ‘ধপাস’ আওয়াজ । দরজা খুলে মাওলানা মুখ ও পাঞ্জাবী আধা-ভিজা অবস্থায় ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে...“পা ডা এক্কেরে গেল রে...উহ।” জিগাইলাম, “ভাই, হাই-কমোডে দুই পা তুলে বসতে গিয়ে ধপাস, না? কিন্তু পানিতে ভিজলেন কেমনে? উল্টে পড়ে মাথা কি কমোডে ঢুকে.....?”। “নারে ভাই......দু’পা তুলে বসে পানির মেশিনটা (হোস্পাইপ) নিয়ে একটু নাড়াচড়া করতেই আচম্বিত সাঁপের মত ফোঁস কইরা পানি আমার নাকে মুখে......লাফ দিয়া উঠতেই, পা গেল কমোডে ঢুকে..উহ্..ব্যাথা রে বাপ!” ছোট ভাই এবার বিরক্ত হয়ে কাগজ কলম নিয়ে বাথরুমে ঢুকল। মজা লইতে আমিও পেছনে পেছনে। ছোট ভাই নিজে ডামি সেজে হাই-কমোডে বসার কৌশল দেখাল। সাথে ফ্লাশ বাটনও চিনিয়ে দিল। তারপর কাগজে লিখল......হাই-কমোড ব্যবহার প্রণালী.... ১) পায়জামা খুলে দুই পা সামনে দিয়ে উপোড় হয়ে কমোডে বসতে হবে, ২) জরুরত না সারা পর্যন্ত হোস্পাইপ ধরা যাবে না, ৩) জরুরত শেষ হলে হোস্পাইপের মাথা জায়গামত ধরে ধোয়ার কাজ সারতে হবে, ৪) টিসু দিয়ে মোছার কাজ সারতে হবে, ৫) সর্বশেষ ফ্লাশ বাটন টিপতে হবে। চিরকুটটা হাতে নিয়ে মাওলানা ভাই কয়েকবার চোখ বুলিয়ে দরজা বন্ধ করলেন। মিনিট পাচেঁক পর এক হাতে আধাখোলা পায়জামা খিঁইচ্যা ধরে ঘরের বাহিরের দিকে দৌড় আর চিল্লানি..... “হানি, হানি.....তোরা বাইর অই আ, হানি....জোয়ার, বইন্যা...” (ভয়ের ঠেলায় শুদ্ধ ভুইল্যা অরিজিনাল নোয়াখাইল্যা বাইর হইতেছে)। আমরাও দৌড়াইয়া গেলাম বাইরে। হাঁপাতে হাঁপাতে মাওলানা কইলেন....."আঁর কোনো দোষ নাই....তোর লেখামত আঁই ধোয়া মোছার কাম সাইরা ফেলাশ বুতামে টিপ দিতেই.......কইলকইল্যা জোয়ার.....এতক্ষণে যাই চ গই, বইন্যায় ভাসি গেছে........! ভাই, তোর কাছে আঁই মাফ ছাই, আঁরে ওগ্গা বদনার ব্যা-স্তা কইরা দে....আর, যত্ত দুরে অউক আশে-হাশে কোনো-আনে জংলা থাইকলে আঁরে একটু দেয়াই দে.......ন অইলে আইজগাই আঁরে হাতিয়ার স্টিমারে তুলি দে....” amarblog/sonkhyaloghu/posts/170825
Posted on: Thu, 11 Jul 2013 08:44:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015