মাকে ছোট্ট একটা পার্টস - TopicsExpress



          

মাকে ছোট্ট একটা পার্টস গিফট করার সময়-- -- আম্মু এইটা তোমার জন্য :) -- কি এইটা? -- খুলে দেখো না। -- বাহ্! সুন্দর তো :) -- মা, তোমার পছন্দ হইছে? -- পছন্দ হবে না কেন? আমার মেয়ে আনছে না :) ♥♥♥ :-* :-* আম্মু আব্বুকে-- -- আমার মেয়ে এইটা আমারে গিফট করছে :) -- তো আমারটা কই? বাবার মন খারাপ হয়ে গেলো :( আমিঃ আব্বু এইটা ওমেন্স ফেয়ার হতে কিনেছি :( আব্বুঃ ওওও :( আমরা ভাই-বোনেরা প্রায়ই আব্বু-আম্মুকে গিফট করি। হোক সামান্য কিন্তু সেটা পেয়ে তারা দু’জনে এত বেশি খুশি হন যে, তাঁদের হাসিমুখ দেখে মনে হয় আমরা জান্নাতে বাস করছি :) আমি নিজে যেটা ফিল করি, এটা পিতা-মাতা আর সন্তানদের মাঝে বোঝাপড়া আর ভালবাসার অন্যতম মাধ্যম।। এই যে আমার বাবার মন ভার হলো, আমি জানি এটা বাবা এমনিতেই করেছেন :) গিফট করলে দু’জনকে একই সাথে একই রকমমের জিনিস দিই যাতে দু’জনে আবার মন খারাপ না করেন। দু’জনে একবারে বাচ্চাদের মত :-* ভিন্ন ভিন্ন কিছু দিলে মন খারাপ করে বসে থাকেন। তাঁদের কান্ড দেখে মাঝে মাঝে মনে হয় তাঁরা না- আমরাই তাঁদের বাবা-মা :-* :-*
Posted on: Fri, 12 Dec 2014 14:17:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015