মাঝে মাঝে আমি এই পেজের - TopicsExpress



          

মাঝে মাঝে আমি এই পেজের ইনবক্স-এর ইমেইলগুলো সব পড়ে দেখি একটা একটা করে...... অনেকেই উইশ করেন, অনেকেই সাজেশন দেন আবার অনেকেই গালিও দেন। তবে সবচেয়ে ভাল লাগে তখন - যখন কেউ বলেন ধন্যবাদ ভাই, চট্টগ্রামে থাকার জন্য - এটাই সবচেয়ে ভাল লাগে...... একটু প্রাউড ফিল করি হুদাই...... খেটে খাওয়া গরীব মানুষ তো, তাই অল্পতেই খুশী হয়ে যাই। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই ইমেইল করেন, অনেকেই অনেক কিছু জানতে চান, অনেকেই সাজেশোন দেন - অনেক সময় একসাথেই সবার উত্তর দেয়া হয়। আবার অনেক সময় মিস হয়ে যায়। তাই দুঃখিত। তবে যারা গালি দেন, তাদের সংখ্যা খুবই কম। বেশীরভাগেরই ইমেইলের সরামর্ম এরকম নিজেকে বহুত কিছু মনে করেন , অথবা ওই বেটা তুই কে রে আবার অনেক সময় নানারকমের হুমকিও থাকে যেমন মেরে ফেলবে, কেটে ফেলবে টাইপের। এদের বেশীরভাগই কম বয়সী এবং ঠিক তাদের মানসিক সমস্যাটা আমি বুঝে উঠতে পারি না। তাই আমি তাদেরকে আমার অফিসে ইনভাইট করি, দেখা করতে বলি, তাদের সমস্যার কথা জিজ্ঞেস করতে চাই - কিন্তু তাদের আর দেখা পাই না। কিন্তু, দিন শেষে মানুষের অনেক উইশ যখন পাই, অনেক ধন্যবাদ যখন পাই, তখন এসব ভুলে যাই। কারন অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি, তাই অল্পতেই সন্তুস্ট। তবে আমি জানি, আমি যা করি বা যা করতে চাই তার যেমন হাজারো সাপোর্টার আছে, তেমনি আমাকে থামানোর জন্য কেন জানি লোকের অভাব নেই। প্রতিনিয়ত অনেকেই চেস্টা করে। তবে আমি আজও বুঝে উঠতে পারিনি ঠিক কি কারনে তারা এটি চাই। আমি কিন্তু কারো সাতে পাচে থাকি না। I have created my own domain and I live in my own domain। তাও এরা ক্লান্ত হয় না। তবে এসব দেখলে অনেক মজা হয় মাঝে মাঝে কারনটা আমি নিজেও জানিনা। ১০ জন বাধা দেয়ার পর যদি একজন সাপোর্ট করে তাহলে আমি ১০০ জনকে ঠেকাতে পারব বাম হাতে - আর সেটাই হয় সবসময়। So a Big Thanks to my Fans and Followers and the People of Bangladesh specially Chittagong. As a Chittagoniyan, I am proud of you all. Thanks for the support I have always got. You are the Champ!
Posted on: Fri, 29 Aug 2014 23:44:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015