মাঝে মাঝে আমরা কিছু - TopicsExpress



          

মাঝে মাঝে আমরা কিছু অদ্ভুত গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। তৈলাক্ত বাঁশে বানরের ওঠা-নামা কিংবা চৌবাচ্চায় পানির গমন-নির্গমনের সমস্যাগুলো সেরকমই অদ্ভুত কিছু গাণিতিক সমস্যা। তেমনি ভাবে আমরা অনেকসময় ধরে নিই একটি সাপ তার লেজের অংশটুকু গিলতে শুরু করেছে.... বিষ্ময়কর ব্যাপার হলো সাপ মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই কাজটি সত্যিই করে থাকে! লেজের অংশটিকে অনেক সময় নিজের শরীরের অংশ বলে চিনতে পারে না এবং লোভনীয় শিকার মনে করে গিলতে শুরু করে। সাপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ায় তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে হ্রাস-বৃদ্ধি ঘটে। শরীরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেলে মস্তিষ্ক নিয়ন্ত্রন হারিয়ে এধরনের ঘটনা ঘটে থাকে। তাই এধরনের ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে এদের শরীরের তাপমাত্রা হ্রাস করা গেলে যেমন: এদেরকে ঠান্ডা পানির সংস্পর্শে আনলে অনেক সময় মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিক হয়ে সাপ নিজেকে গেলা বন্ধও করে দিতে পারে। Curtesy : zero to infinity https://m.youtube/watch?v=jIl2DSXUffw
Posted on: Sat, 22 Nov 2014 08:06:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015