মাঝে মাঝে কিছু কিছু - TopicsExpress



          

মাঝে মাঝে কিছু কিছু নিরবতা ,কিছু কিছু কথা,কিছু কিছু কষ্ট,কিছু কিছু সুখের স্মৃতি এমন ভাবে আমাকে তাড়া করে বেড়ায় যে তোমাকে ভুলে থাকা অসম্ভব । প্রতিটা ক্ষণ প্রতিটা মূহুর্ত তোমার বিচরণ । একটা সময় খুব খারাপ লাগতো,তোমাকে ভুলে যেতে ইচ্ছা করতো । কিন্তু এখন এই কষ্টগুলো বয়ে বেড়াতে অনেক বেশী ভালোলাগে । সব কষ্ট কষ্ট না ! কিছু কিছু কষ্টের সাথে অদ্ভুত ভালোলাগা আর ভালোবাসা মিশানো আছে....
Posted on: Tue, 03 Dec 2013 15:40:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015