মাঠে নামছে ফুটবল - TopicsExpress



          

মাঠে নামছে ফুটবল পরাশক্তিরা ইউরোপের ক্লাব ফুটবলের ক্ষণিক অবসরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলো। সব মিলিয়ে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ২১টি দলের মধ্যে ১৭টিই নামছে আগামী কয়েকদিনের প্রীতি ম্যাচে। খেলছে না শুধু ইরান, কোস্টা রিকা, অস্ট্রেলিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা। ব্রাজিল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মুখোমুখি হবে হন্ডুরাসের। ২০০১ সালে কোপা আমেরিকাতে এর আগের মোকাবেলায় ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল মধ্য আমেরিকার দেশটি, যাতে চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল কোচ লুই ফেলিপে স্কলারির। বিগ ফিল অবশ্য সেবার চাকরিটা রক্ষা করে এক বছর পর ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন। এক বছর আগে আবার ব্রাজিল দলের দায়িত্ব পাওয়া স্কলারি মিয়ামির এই ম্যাচের জন্য ডেকেছেন এসি মিলানের তারকা রবিনিয়োকে। আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। চোটে পড়া মেসিকে ছাড়াই খেলতে হচ্ছে তাদের। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি মিলানে আথিতেয়তা দেবে তিন বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। প্রায় এক বছর আগে ২০১২ সালের ইউরোর সেমি-ফাইনালে সেসারে প্রানদেল্লির শিষ্যরা ২-১ গোলে হারিয়েছিল জার্মানিকে। শক্তিশালী চিলির সঙ্গে লন্ডনের ওয়েমব্লিতে খেলবে ইংল্যান্ড। স্বাগতিকরা চেষ্টা করবে ১৯৫৩ সালের পর চিলির জালে প্রথম গোলটি দিতে! ১৯৯৮ সালের বিশ্বকাপের আগে চিলি ২-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। আর তার আগের দুটি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছিল। বেলজিয়াম ও কলম্বিয়াকে এখনও ফুটবল বিশ্বে হেভিওয়েট বিবেচনা না করা হলেও বৃহস্পতিবার রাতে তাদের ম্যাচটিতে চোখ থাকবে ফুটবলবোদ্ধাদের। কারণ দুর্দান্ত খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দুটো দলই ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের মধ্যে আছে। আগামী মাসে বিশ্বকাপের আটটি গ্রুপ সাজানোর সময় আট শীর্ষ বাছাইয়ের মধ্যে থাকছে তারা। এডেন হ্যাজার্ড ও মারওয়ান ফেলাইনির মতো তারকাদের নিয়ে দারুণ খেলছে ২০০২ সালের পর আবার বিশ্বকাপে ঠাঁই পাওয়া বেলজিয়াম। বাছাইপর্বের গ্রুপ পর্যায়ের ১০টি ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে তারা, ড্র করেছে বাকি দুইটি। অন্যদিকে মোনাকো তারকা ফুটবলার রাদামেল ফ্যালকাওয়ের নেতৃত্বে ১৬ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফিরেছে কলম্বিয়া। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন শনিবার খেলবে তাদের সাবেক উপনিবেশ বিষুবীয় গিনির বিপক্ষে। নেদারল্যান্ড চোট পাওয়া স্ট্রাইকার রবিন ফন পার্সিকে ছাড়াই খেলবে জাপানের সঙ্গে। ইউরোপের আরেক দল সুইজারল্যান্ড খেলতে যাবে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায়। ব্রাজিলের টিকেট পেয়ে যাওয়া যুক্তরাষ্ট্র শুক্রবার খেলবে স্কটল্যান্ডে। আর রাশিয়া দল শীতল মস্কো থেকে দুবাইয়ের তপ্ত পরিবেশে আসছে সার্বিয়ার বিপক্ষে খেলতে। meaw
Posted on: Thu, 14 Nov 2013 08:47:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015