মেডিকেল ভর্তি পরীক্ষার - TopicsExpress



          

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান : Part- 1 _______________ 1. ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? → Nematoda 2. নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়া র স্টেশনে জ্বালানিরূপে ব্যবরহৃত হয় ? → U 235 3. একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/22 মিটার । যদি উহার আয়তন 4m³ হয়, তাহলে উহার ব্যাস কত হবে ? → 4m No one can _____ that he is clever → deny 5. বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়- → ৭ই এপ্রিল 6. হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয় ? → অযৌন প্রজনন 7. ফটোকেমিক্যাল স্মোগ তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না ? → CFC 8. একটি বল 20 ms-¹ বেগে অনুভূমির সাথে 45° কোণে নিক্ষেপ করা হলো ।বলটি কত দূরত্বে পড়বে ? → 40 m 9. He gave up ______ football when he got married. → playing 10. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ? → লালমনিরহাট
Posted on: Sat, 25 Oct 2014 16:31:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015