মাননীয় প্রধানমন্ত্রীর - TopicsExpress



          

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিবিসি বাংলার সাংবাদিক নাদীম কাদিরের একটি বিশ্লেষণধর্মী লেখা। একটি ‘হাসিনা’ মুহূর্ত নাদীম কাদির আমি সিএনএন এবং এনডিটিভিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎকারের কাভারেজ দেখছিলাম। যে লোকটিকে একসময় যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল সে এখন ওয়াশিংটনের সবচেয়ে চাহিদাসম্পন্ন ব্যক্তি। টিভি কাভারেজে একে মোদি মুহূর্ত নাম দেয়া হয়। ফিরে দেখলে, আমার একটা ভাবনা হচ্ছে যে, মন্ত্রী লতিফ সিদ্দকীর বিপর্যয় সত্ত্বেও, যা কোনো নতুন ঘটনা নয়, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ভ্রমণ উপেক্ষা করা যায় না কিছুতেই। আমি একে হাসিনা মুহূর্ত নাম দিবো। শুরুতে আমি তাঁর ছেলে এবং আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি স্ট্যাটাসের উদ্ধৃতি দেবো: জাতিসংঘের সাধারণ পরিষদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সাফল্যমন্ডিত সফর শেষ হলো। বার্ষিক অভ্যর্থনা অনুষ্ঠানে আমি প্রেসিডেন্ট ওবামা এবং মিসেস ওবামার সাক্ষাত পেয়েছিলাম। সব সময়ের মতই তাঁরা ছিলেন অত্যন্ত অমায়িক। আরও যাদের সাথে আমাদের কথা হয়েছে তাঁরা হলেন শ্রীলংকার মহামান্য রাষ্ট্রপতি, তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি, নেপালের মাননীয় প্রধানমন্ত্রী এবং নেদারল্যান্ডসের মহামান্য রাণী। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জাতিসংঘের মহাসচিবসহ তাঁদের উচ্চপদস্থ কর্মকর্তারা জাতিসংঘে বাংলাদেশের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সকলেই বাংলাদেশ এবং আমাদের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ভূয়সী প্রশংসা করেন। এটা শুধু আমাদের আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে যে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছি। আমার মনে হয়, উনি যদি শেখ হাসিনা এবং মোদির মধ্যকার অতীব গুরুত্বপূর্ণ সাক্ষাতটির উল্লেখ করতে পারেতন, কারণ তা আদতেই সফরটিকে বিশেষত্ব দিয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু ফলাফল নিয়ে এসেছে। জাতিসংঘের সাধারণ সভার পাশে বাংলাদেশ এবং ভারতের সম্মেলন সংক্রান্ত যে টেলিভিশন ফুটেজগুলো আমি দেখেছি, তা থেকে এটুকু বলতে পারি রসায়নটা ভালো ছিল। মোদি তার বক্তব্যটি আবারও পুনরাবৃত্ত করেন, বঙ্গবন্ধু এনেছেন বাংলাদেশ, আর তাঁর কন্যা শেখ হাসিনা রক্ষা করে চলেছেন, সাথে যোগ করেন, তিনি অর্থপূর্ণ দ্বিপাক্ষিক বন্ধন দেখতে চাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও আশ্বস্ত করেন দুদেশের বিবদমান ভূমি- সীমা চুক্তি এবং তিস্তা ও ফেনী নদীর উপর বাধের ব্যাপারে সমাধান নিয়ে আসার। ওয়াশিংটন এটা পরিস্কার করেছে যে সে মোদি প্রশাসনের সাথে নিবিড়ভাবেই কাজ করবে, পাঁচ বছর বা তারও আগে তারা এই মোদির বিরুদ্ধে যে স্ট্যান্ড নিয়েছিল সেটা ভুল, আর এসবের অন্তর্ভূক্ত আছে তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতিসমূহ। যদি আমরা তাকে সত্যি ধরে নেই, তাহলে বাংলাদেশ বা আরো স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লীর সাথে আরো দৃঢ় সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন। মোদি এবং শেখ হাসিনা পরস্পরকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন, তবে বেশি ভালো হবে যদি ভারতীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতিগুলে া প্রথমে বাস্তবায়ন করেন এবং দুটি দীর্ঘসূত্রিতার ইস্যুর রফা করেন। শেখ হাসিনা দিল্লী থেকে খালি হাতে ফিরতে পারেন না, তাই তাদের উচিৎ হবে গভীরভাবে ভেবে দেখা তারা ঢাকার সরকারে তাদের বন্ধু দেখতে চায় কিনা। যেহেতু বাংলাদেশের নেত্রী একটি বাৎসরিক অভ্যর্থনায় দেখা করেছেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা জানিয়েছেন ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা আছে। তিনি বারবার দাবী জানাচ্ছিলেন সার্বিক নির্বাচন-এর কিন্তু সম্প্রতি তিনি মত দিয়েছেন, এই সর্বৈবই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। ঢাকার দায়িত্ব শেষে ফিরে যাবার আগে মজিনা সম্ভবত নির্দেশ করতে চেয়েছেন তার উত্তরসূরী ঢাকায় এসে কী বলবেন। সেটাও হয়তো শেখ হাসিনাকে বিএনপি-জোটের নির্বাচনের দাবী উপেক্ষাতে সাহায্য করবে। পররাস্ট্রমন্ত্রী মাহমুদ আলী নিউইয়র্ক থেকে ফিরে রিপোর্টারদের বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বাংলাদেশ নেত্রীর সাথে কথা বলা সময় একবারও নির্বাচন ইস্যুটি তোলেননি। তিনি আরও বলে, যদি কারো তার কথা বিশ্বাস না হয়, তবে তারা জাতিসংঘের মহাসচিবকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। বান কি-মুন, তাঁর বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদের ৪০ বছর পুর্তি উপলক্ষে দেয়া ভাষণে, প্রশংসার সাথে বলেন বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। আমি আনন্দিত যে, সোনার বাংলার স্বপ্ন যা শেখ মুজিবুর রহমান দেখে গিয়েছিলেন তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে, তিনি বলেন। এটি বিশ্ব নেতৃবৃন্দ এবং শেখ হাসিনার মধ্যকার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, একে অনেকেই সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবেও দেখছেন। লক্ষনীয় তার বক্তব্যে কোনো গণতন্ত্র বা নির্বাচন বিষয়ক কথা ছিল না। সুতরাং আমার মতে এটি অবশ্যই একটি হাসিনা মুহূর্ত ছিল। দু:খের ব্যাপার হলো, প্রধানমন্ত্রীকে এমন একটি উল্লেখযোগ্য অধিবেশন থেকে ফিরতে হয়েছে টানটান উত্তেজনায়, কারণ সেই অব্যাহতি প্রাপ্ত মন্ত্রী, লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্য। ক্ষমতা যে কখনোই সর্বশক্তিমানের চাইতে বেশি নয়, তা অনেক রাজনীতিবিদই ভুলে যান। শেখ হাসিনা তাকে অব্যাহতি দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, তবে আরো যারা আছেন তার মতো মন্ত্রীসভায়, তাদেরও সতর্ক করেছেন। যদি প্রয়োজন হয়, তাকে আদালত কর্তৃক শাস্তি দেয়া হোক। An analytical piece on Honble PMs political wisdom and prudence by BBC Banglas journo Nadeem Kadir. The Hasina moment Nadeem Qadir I was watching the CNN and NDTV coverage of Indian Prime Minister Narendra Modi’s meeting with US President Barack Obama. The man once banned from entering the United States was now Washington’s most sought after man. The coverage called it “the Modi moment.” Looking back, I had this feeling that despite the debacle of Minister Latif Siddique, which again is not new, Prime Minister Sheikh Hasina’s visit to the US cannot be overlooked. I am calling it “the Hasina moment.” To begin, I quote a Facebook status by her son and IT adviser, Sajeeb Wazed Joy: “A highly successful UN General Assembly trip by our PM. I got to meet President and Mrs Obama on Tuesday at the annual reception. They were most gracious, as always. There, we also chatted with His Excellency the President of Sri Lanka, His Excellency the President of Turkey, the Honourable Prime Minister of Nepal, and her Highness the Queen of Netherlands. Senior officials from the US, Russia, and the UN, including Secretary General Ban Ki-moon, attended the celebration of Bangladesh’s 40th anniversary at the UN. They all praised Bangladesh and our Awami League government for all our development work, contribution to global peace, and fight against terrorism. It is because of our AL government that we can hold our heads up high on the global stage.” I wish he had mentioned the crucial meeting between Sheikh Hasina and Modi, because that really capped the visit with important results. From what I could make out from the television footage of the summit between Bangladesh and India on the sidelines of the UN General Assembly session, I have to say the chemistry was very good. Modi reiterated his statement that “Bangabandhu brought Bangladesh, and his daughter Sheikh Hasina is saving it,” and added that he was looking forward to meaningful bilateral ties. He also assured Sheikh Hasina of finding a solution to the much sought-after land boundary agreement and water sharing of the Teesta and Feni rivers. Washington has made it clear that it would work closely with the Modi administration, forgetting the stand it took against Modi some five years or so back, and that includes regional and international politics. If we take that as true, then Bangladesh, or rather Prime Minister Sheikh Hasina, can look forward to better ties with New Delhi. Modi and Sheikh Hasina have invited each other to visit their respective countries, but it will be better if the Indian leader first delivers on his promise and ends the two unsolved long-standing issues. Sheikh Hasina cannot return empty-handed from New Delhi, which has to think hard about whether it wants a friendly government in Dhaka or not. As the Bangladesh leader met Obama at an annual reception, the US envoy in Dhaka, Dan Mozena, reflected a possible change in the US stand on the Januray 5, 2014 general elections. He had continuously demanded “inclusive polls,” but said recently that the voting was Bangladesh’s “internal matter.” Just ahead of his departure from home after ending the Dhaka stint, Mozena was possibly indicating what his successor would say on arrival in Dhaka. That might help Hasina to further ignore demands for elections by the BNP-led alliance. Foreign Minister Mahmud Ali told reporters returning from New York that UN Secretary General Ban Ki-moon did not bring up the issue of elections during talks with the Bangladesh leader. He said that if one disbelieved his words, he should ask the UN secretary-general himself. Ban Ki-moon, in his statement marking Bangladesh’s 40 years in the United Nations, praised Bangladesh for taking strides forward. “I am pleased that the dream of “Shonar Bangla” (Golden Bengal) that Sheikh Mujibur Rahman had for this country is steadily becoming a reality,” he said. This is indeed an important statement as far as the world body and Sheikh Hasina’s government is concerned, if one looks at it from a point of international approval. It is notable that it did not have anything on democracy or elections. Thus, it was, as far as I am concerned, a “Hasina moment.” What is sad is that the prime minister returned home to simmering tension linked to statements of the sacked minister, Latif Siddique. Power is not more than that of the premier or absolute, some politicians forget. Sheikh Hasina has taken the right decision to sack him, but also reprimand others like him in the cabinet or party. If need be, he should be punished if found guilty in co
Posted on: Mon, 13 Oct 2014 08:22:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015