মানসিকতার - TopicsExpress



          

মানসিকতার পরিবর্তনদরকার। Sunny Leone এই শব্দটা শুনছেন কখনও? এটা একজন নারীর নাম।আমি নিশ্চিত এইলেখাটা যারাপড়ছেনতারা সকলেই যেকোনভাবেই হোকএই নামের সঙ্গে পরিচিত।কোন পোস্ট এ এই প্রথম এইমহিলাকে নিয়ে লিখছি। এরআগে লেখার কোন যুক্তিযুক্ত কারণখুঁজে পাইনি, তবে আজলিখতে হচ্ছে।একটা প্রশ্ন করি,একটু উত্তর দেন। এইমহিলাটা কি কিমহৎকর্ম করেছেনবলে আপনিজানেন?মহৎকর্ম তো নিশ্চয়ই করেছেননাহলে তাকে নিয়ে কেনআমরা এতউচ্ছ্বসিত হবো? কেনএতো মাতামাতি করবো?কই মাদার তেরেসা, বেগমরোকেয়া, ফ্লোরেন্সনাইট্র িঙ্গেলবা ভ্যালেন্তিনা তেরেসকোভা এদেরনিয়ে তো কাউকে লেখালেখি করতে দেখিনা! তবে কি এদের চেয়ে বেশী কিছুকরেছেন তিনি? ইনিদেহ ব্যবসা করেন। আই মিন,দেহপ্রদর্শন করে তারউপার্জন। এটা তারপ্রফেশন। কাজটা হয়তো সমাজবা ধর্মের চোখে খারাপতবে আমি আপাতততার খুববেশী দোষ খুঁজে পাচ্ছিনা।আমরাযদ িনাদেখতামতাহলে সে এগুলো কিভাবে করতো? আমরাদেখছি, সমালোচনা করছি,বিনোদন নিচ্ছি! এসবকরে তাকে পরোক্ষভাবে অনুপ্রেরণা দিচ্ছি! কেউ একজনবলেছিলেন পাপকে ঘৃণাকরো, পাপীকে নয় প্রতিদিননিউজফি ডে ইনাকে নিয়ে অন্তত৮-১০ টাপোস্ট চোখে পড়ে।এড়িয়ে যাই!! সবাই ই ফানকরে দেয়। আমরা বাঙালিরা বিনোদনপ্রিয়।সবক িছুতেই বিনোদন খুঁজি।রাস্তার মধ্যে কাদারভিতরে কেউপড়ে গেলে আমরাআগে হেসে নিয়ে চিত্তকে বিনোদনদেই। মানুষটাকে টেনে তুলবারকথা একবারওভাবি না ! আমরাএতটাইবিনোদন প্রিয়!----আজকাল ১২ বছরের ছেলে, সপ্তমশ্রেণীতে পড়ুয়া রিফাতেরওএকটা ফেসবুক একাউন্ট আছে।আপনার -আমারমত বড় ভাইবোনকে এইছেলেটা নিয়মিত ফলো করে। লেখাগুলো তারনিউজফিডেওযায়! আমি আপনি যখন sunny leoneলিখে স্ট্যাটাস আপডেট করি! তখনসে আকর্ষণ অনুভব করে। গুগল,ইউটিউবে বিশাল দুনিয়ায় তারখোঁজাখুঁজি শুরু হয় ..ম্যাচিউর হওয়ার আগেইপর্ণোগ্রাফির এক বিশালফাঁদে জড়িয়ে পড়ে রিফাতের মতকচিবাচ্চাগুলো! এখান থেকেইহয়তো নিজেকে ধ্বংসকরারবীজটা বপিত হয় .....আপনার বাপের টাকা বানিজেরটাকায় ফেসবুক চালান,যা ইচ্ছা তাইলিখবেন তাতে আমারবাপের কি ?এটাই তো বলবেন..তাহলে এই ইম্ম্যাচিউরবাচ্ চাগুলোরধ্বংসের জন্য দায়ী কে?কেন সুকান্তের সঙ্গে কন্ঠমিলিয়ে বলেছিলেন এ পৃথিবীকে নবজাতকেরবাসযোগ্ যকরে যাবো এ আমারদৃঢ় অঙ্গীকার .. ? আর কতএড়িয়ে যাবেন ? জবাবটা দিয়ে যাবেন .. collected
Posted on: Sat, 22 Nov 2014 08:54:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015