মা ফজরের নামাজ পড়ছেন, ভোর - TopicsExpress



          

মা ফজরের নামাজ পড়ছেন, ভোর রাত্রি এখন ৪.৪৫ মিনিট । ঘড়ির এলার্ম বেজে আবার বন্ধ হয়ে গেল, ছেলেটা ঘুম থেকে উঠেনি এখনো অথচ গতরাতেই সে বলেছিল আজ তাঁর ডিগ্রীর শেষ পরীক্ষা । সালাম ফিরিয়ে মা ডাকতে শুরু করলেন ছেলেকেঃ কি রে বাবা, সকাল হয়ে গেছে, দেখ মোরগ ডাকছে, তোর এই এলার্ম দিয়ে যে আর কাজ হবে না জানিস তো। আজকালের ছেলেমেয়েরা অতি মাত্রায় প্রযুক্তির উপর নির্ভরশীল, প্রযুক্তি নাকি কথা রাখে । মা প্রযুক্তি বুঝেন না, তিনি জানেন তিনিই তাঁর ছেলের এলার্ম । মা তরিঘরি করে নাস্তা রেডি করলেন এখন নিজ হাতেই তাঁর ছেলেকে খাইয়ে দিচ্ছেন । -আম্মু এসব কি কর? লোকে দেখলে কি বলবে? কথা কম, এত সকালে তো কেউ আর দেখছে না । -তারপর ও, আমি বড় হয়েছি না এখন? না, এ পরীক্ষায় পাশ করলেই বুঝবো বড় হয়েছিস । মা জানে এই সময়টুকু ছেলের কাছে অনেক মূল্যবান, এমনি হতে পারে যে এই সময়ে একটি প্রশ্নের উত্তর পড়ে নিলে সেটি পরীক্ষায় চলে আসতে পারে । ছেলে পড়ছে আর মা হাতপাখায় বাতাস দিয়ে যাচ্ছেন । ছেলে উপরের দিকে থাকিয়ে দেখে বৈদ্যুতিক ফ্যান দিব্যি বেঁচে আছে, সাত সকালে মায়ের এরকম জ্বালাতন একদম অসহ্য কিন্তু কিছু করার নেই, মা এরকম-ই । কথা না বাড়িয়ে ছেলে তাঁর মনোযোগ বইয়ের পাতার মধ্যে বন্ধী করে রাখার চেষ্টা করলো । মা পারলেন না, মা শুধুই ঘামছেন, চিন্তায় ধূসর হয়ে যাচ্ছে স্বপ্ন আবার আশা খুঁজছেন ছেলের আত্মবিশ্বাসে । পরীক্ষায় যাবার আগে ছেলেকে কি খাওয়াবেন তা নিয়ে চিন্তিত, আজ নিশ্চিত ডিম খেতে দেয়া যাবে না এতে অমঙ্গল হবে ছেলের । যাবার আগে ছেলের পকেটে রিক্সা ভাড়া ও গুঁজে দিলেন যদিও জানেন ছেলে রিক্সায় যাবে না, বন্ধুর মোটর সাইকেলে চড়ে যাবে । রেজাল্টের দিন অনেক টেনশন ছেলের, আকাশ ঘন কালো হয়ে আসছে বৃষ্টি নামিবে বলে, বৃষ্টি সাধারণত দু’প্রকার সুখের নতুবা দুঃখের । সেদিকে মায়ের খেয়াল নেই, কোন টেনশনও নেই আজ, জানতেন ছেলে কখনো ফেল করেনি তাই অগ্রিম মিষ্টি ও কিনে রেখেছেন তিনি । সবাই ছেলেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, অথচ ছেলে খুঁজছে তাঁর এলার্ম কে ধন্যবাদ দেয়ার জন্য । মায়ের আঁচলে মাথা রেখে ছেলে ফিস ফিস করে বললো মা তুমি সবসময় জীবনের এলার্ম হয়ে থেকো । তোমার এলার্ম যেন কভু বন্ধ না হয় তাহলে আমি যে আর কিছুই পারবো না । #মায়ের এলার্ম লেখাঃ আরাফাত তানিম
Posted on: Sat, 13 Jul 2013 21:53:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015