মৌমাছি নিয়ে ৭ টি কথাঃ 1. - TopicsExpress



          

মৌমাছি নিয়ে ৭ টি কথাঃ 1. মৌমাছির বিশে ‘মেলিট্টিন’ নামক টক্সিন আছে যা researchers রা HIV প্রতিরোধক হিসাবে দেখছেন। এই মেলিট্টিন এইচআইভি ভাইরাসের প্রটেক্টিভ লেয়ার কে ছেদ করে দিতে পারে যা মানুষের সাধারণ সেলের কোন ক্ষতি করে না। মৌমাছির কামড় রিউমাটয়েড আরথারাইটিস এর ব্যথা উপশমে সাহায্য করে। এদের বিষে এমন এক জিনিশ আছে যার দরুন মানুষকে কামড়ালে, মানুষের শরীরে glucocorticoid, an anti- inflammatory hormone বৃদ্ধি পায়। 2. মৌমাছি শীতকালে বেশি বাঁচে, গড়ে ৯ মাস। আর গ্রীষ্ম কালে গড়ে ৬ সপ্তাহ বাঁচে। গ্রীষ্মকালে তারা মধু আহরণ করতে করতে তারা রীতিমত জীবন দান করে। 3. বয়স্ক মৌমাছি যদি তরুণ মৌমাছির কাজ করে তবে তাঁদের ব্রেইন এর বয়স সামনের দিকে না যেয়ে পিছনের দিকে যায়। During this type of work their brain stops aging. In fact, their brain ages in reverse. 4. মৌচাকের গ্লু বা আঠা, প্রপিল, cold sores, canker sores, herpes, sore throat, cavities, এমনকি এক্সিমা রোগ নিরাময়ে সাহায্য করে। 5. ২০১১ সালের এক রিসার্চে দেখা গেছে মৌমাছির আবেগ আছে। কেউ লাজুক, কেউ রমাঞ্চক, আবার কেউবা হতাশাপীড়িত। 6. রিসার্চার রা বের করেছে যে মৌমাছি সব সময় দুই ফুলের মধ্যের ক্ষুদ্রতম দুরুত্বে উড়ে যায়। They always fly the shortest distance. 7. মৌচাক প্রকৃতির সবচেয়ে এফিসিয়েন্ট বা দক্ষ অবয়ব। The walls of a honeycomb meet at a precise 120-degree angle, a perfect hexagon. Your Lord revealed to the bees: Build dwellings in the mountains and the trees, and also in the structures which men erect. Then eat from every kind of fruit and travel the paths of your Lord, which have been made easy for you to follow. From inside them comes a drink of varying colours, containing healing for mankind. There is certainly a Sign in that for people who reflect. (Quran, 16:68-69)
Posted on: Wed, 19 Nov 2014 00:19:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015