... মিরপুর যাবো.. মানিব্যাগ - TopicsExpress



          

... মিরপুর যাবো.. মানিব্যাগ ভুলক্রমে রেখে গেছিলাম হলে.. বাস ভাড়া নাই... কন্ড্রাক্টর আইসা কয় আম্নের ভাঁড়া অইচেনি? কানে হেডফোন, পকেটে হাত ঢুকাইয়া বত্রিশ পাটি দন্ত বার কইরা কইলাম মামা, আঁই তো মানিব্যাগ গরো হালাই আইছি :-( আম্নে দ্যাশি মানুষ, ভাড়া লাগতোনো, তয় এর হরেরবারের তন মানিব্যাগ লই রাস্তায় বাইর ওইয়েন ...ট্রেনে চিটাগং যাচ্ছি, এক ভদ্রলোক বললেন তিনি একটু আগে ছিনতাইকারীর কবলে পড়ে সব হারিয়েছেন। পাশেরজন অভয় দিয়ে বললেন আপনার টেনশনের কিছু নাই ভাই, পরিচিত লোক আছে রেলে। চলেন, আমরা আমরাই তো ... কি অসম্ভব কিউট জাতি আমরা, একবারো চিন্তা করেছেন?? ... ক্লাসে ম্যাডাম RISK MANAGEMENT পড়াচ্ছিলেন। একপর্যায়ে নিজের অভিজ্ঞতা বলতে লাগলেন- পশ্চিমা উন্নত দেশগুলোতে সবাই নিজ নিজ কাজে ব্যাস্ত। রাস্তায় কেউ মরে গেলেও পাশের জন তাকিয়ে দেখে না। ঐসব দেশে সব মানুষের FUNERAL INSURANCE (মৃত মানুষের দাফনকাজ এর খরচ-বীমা) করা লাগে, যাতে কেউ মারা গেলে টাকা দিয়ে ঠিকমত দাফনকাজ করা যায়। ... লেকচারটা বড্ড বোরিং লাগছে। উন্নত দেশের হাবিজাবি কাহিনি শোনার আর কোন ইচ্ছা নাই আমার। ফার্স্টবেঞ্চে বসে আমি হাসছি। ভাবছি, আসলেই তো; আমরা অনেক কিউট জাতি। হাসছি আর ভাবছি আল্লাহ বহুত শান্তিতে রাখছে। এইদেশে অন্তত মরার পর দাফনের টাকা দেয়ার লোকের অভাব হবে না, শত ব্যাস্ততার মাঝেও জানাজায় শত-সহস্র লোকের সমাগমেও বোধ হয় কোন ঘাটতি হবে না :-) proud to be a banGLADeshi
Posted on: Thu, 16 Oct 2014 09:02:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015