মাশরাফি ভাইকে কেন আমি - TopicsExpress



          

মাশরাফি ভাইকে কেন আমি এত শ্রদ্ধা করি এবং ভালবাসি? জানতে চান? তাহলে কষ্ট করে নিচের লেখাটা পরেন.... #২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। জাতীয় সংগীতের সময় অতি আবেগে কেঁদে ফেললেন এক টিনএজার। কান্নাটা অনেকক্ষণ থামল না।ওভারের প্রথম বল করার সময়ও চোখ দিয়ে পানি পড়ছে। ফলাফল অতি আবেগে প্রথম বলটাই অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে ওয়াইড।কেউ কান্না করে করে বল করেছে এমন ইতিহাস বোধহয় বিশ্ব কখনো দেখেনি। জ্বি হাঁ,ইনিই আমাদের মাশরাফি বিন মর্তুজা।হোয়াটমোর যাকে আদর করে পাগলা ডাকতেন ... নিঃসন্দেহে এই পাগলা বাংলাদেশ টিমের সবচেয়ে মানবিক এবং আবেগী প্লেয়ার।আমার ধারণা সারা ক্রিকেট বিশ্বেও বোধহয় এমন আবেগী কেউ নেই।শেন বন্ড দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন। ফ্লিনটফ মাত্র একবারেই শেষ। বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি। তার আগেই টা টা বাই বাই বলেছেন।অথচ আমাদের এই পাগলা সাত সাতটা সার্জারী নিয়ে ও দিব্যি খেলে যাচ্ছেন!এই বিষয়টা কোন রেকর্ডবুকে থাকবে না। কিন্ত অফ দ্য রেকর্ডু সারা ক্রিকেট বিশ্ব জানে পাগলার এই রেকর্ড কেউ কোনদিন ভাঙতে পারবেনা। কোনদিনই না। সম্ভবত তিনবার সার্জারীর পরই চিকিৎসক তাকে বলেছিলেন আপনি এখন পঙ্গু হওয়ার ঝুকিতে আছেন। খেলা ছেড়ে দিন। কিন্তু পাগলা তো পাগলাই।বললেন,মু ক্তিযোদ্ধারা শরীরে গুলি নিয়ে দৌড়েছেন। আর আমি সামান্য ইনজুরি নিয়ে দৌড়াতে পারবনা! জ্বি হাঁ,দেশপ্রেমের এই অনন্য নজির আর কেউ দেখাতে পারবে বলে মনে হয়না। আপনি বলতে পারেন জাতীয় টিমে খেললে তো টাকা পাওয়া যায়। হয়তো টাকার কারণেই খেলছে। আপনার জন্য তথ্য,..শুনে নিন তাহলে কয়েক মৌসুম আগে বিমানের হয়ে এক টাকা না নিয়েই খেলেছিলেন মাশরাফি। সাইন করার সময় সবার সামনে বলেছিলেন,ইংরেজীতে.I have enough Money. আমার টাকার দরকার নেই। প্রথম আইপিএল খেলার জন্য যখন ডাক পান তখন সাথে সাথেই বলেছিলেন, আমি রানার পরিবারের জন্য কিছু করতে চাই। যে রানাকে সবাই ভুলে গেছে তার কথা পাগলার মাথা থেকে এখনো যায়নি।এরকম একটা মুহুর্তেও অকাল প্রয়াত এক ক্রিকেটারের কথা তাঁর মাথায় ঘুরে! রানার বাবা বলেছিলেন শুধুমাত্র মাশরাফিই এখনো তাদের খোজ খবর নেয়। বিশ্বাস করতে পারেন? হয়তো পাগলা বলেই। অসম্ভব এক ভালো রকমের পাগলা! বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের সাথেই তার ভালো সম্পর্ক,প্রত্যেকটা স্টাফের সাথেও।এমনকি যে কোন মানুষের সাথেও তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কথা বলেন। মনে পড়ে কি আপনাদের?২০০৭ এর বিশ্বকাপের পর তাঁর শহরে তাকে নিয়ে আনন্দ মিছিল হয়। সেখানে এক ভিক্ষুক তাঁকে ২০ টাকা উপহার দিয়েছিলেন। তিনি সে টাকা নিয়ে বলেছিলেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরষ্কার!! এমন নিরহংকারী প্লেয়ার কয়জন দেখাতে পারবেন!?? মাশরাফিকে নিয়ে লিখতাম না। আজ পত্রিকায় ফিল হিউজকে নিয়ে মাশরাফির একটা মন্তব্য পড়ে ইমোশনাল হয়ে গেলাম। এ কারণে না লেখে থাকতে পারলাম না! মাশরাফি বলেছেন,আজ মনে হচ্ছে কেন বাউন্সার দিতে হবে? একটা বাউন্সার যদি মানুষের জীবন কেড়ে নেয় তাহলে খেলার আর কি অর্থ থাকে? আসলে বাউন্সার নিষিদ্ধ করেই দেয়া উচিত। আমরা ফাস্ট বোলাররা না হয় শুধু মার খেয়েই গেলাম! ভাবতে পারেন কোন বোলার এ কথা বলতে পারে? আপনি নিশ্চিত থাকুন যে,পৃথিবীর কোন ফাস্ট বোলারই এত মায়া নিয়ে,এত আবেগ নিয়ে,এত সাহস নিয়ে একথা বলতে পারবে না। নেভার ইভার!দিসীশ ইস পাগলা।শুধু মানুষ হিসাবেই ভালো হলে টিমে থাকতে পারতেন না।প্লেয়ার হিসাবে ভালো বলেই বারবার টিমে এসেছেন। এ জন্যই বুঝি সবায় তাঁকে এতো লাইক করে।সবসময়ই বাংলাদেশের নাম্বার ওয়ান ফাস্ট বোলার। চোখ বন্ধ করলেই চোখে ভাসে শেওয়াগকে পেছনে বেলসের উড়াউড়ি ,টেস্টে ইনিংসের প্রথম বলেই ছেড়ে দিতে গিয়ে রাহুল দ্রাবিড়ের স্ট্যাম্পের গড়াগড়ি, ইনিংসের ২য় বলেই গিলক্রিস্টের এলবিডব্লিউ। --- নিজের সেরা দিনে মাশরাফি কি সেটা পুরো ক্রিকেট বিশ্ব জানে। তুমি সারাজীবন আমাদের এ ভাবেই হৃদয় দখল করে থাকবে ...... ইউ আর গ্রেট মাশরাফি,রিয়েলী বস,....... তোমার তুলনা শুধু তুমি ....... হাজার সালাম ফর ইউ। দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ,তো তুমি নিজেই। (কিছুটা সংগৃহীত # _দিঘন্ত_নিউজ পেইজ থেকে
Posted on: Tue, 02 Dec 2014 07:13:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015