মিশরে সেনাবাহিনী মুসলিম - TopicsExpress



          

মিশরে সেনাবাহিনী মুসলিম বাদ্রারহুডকে ক্ষমতাচ্যুৎ করায় আমি কষ্ট পেয়েছি, কিন্তু বিস্মিত নই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ৩০ বছরের স্বৈরশাসক মোবারকের পতন হয়। অনেক রক্তপাত আর শহীদের রক্তেরমিনিময়ে মুসলিম ব্রাদারহুড জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা লাভ করে। কিন্তু মিসরের সেনাবাহিনী বাধ্য হয়ে ড.মুরসিকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে। সুতরাং যে কোনো সময় তারা ইখওয়ানের এবং মুরসির উপর ছোবল মারতে পারে এই সন্দেহ ছিল সবসময়। ক্ষমতা গ্রহনের পরসেনাবাহিনীর সাথে ড.মুরসীর পার্লামেন্ট পুনরায় আহবান করা নিয়ে শুরু হয় ঠান্ডা লড়াই। নতুন সংবিধান রচনা ও সেনাবাহিনী নিজেদের বাজেটনির্ধারণ যুদ্ধ ঘোষণা ও সেনাবাাহিনী পরিচালনার কর্তৃত্ব পুরোপুরিভাবে তাদের হাতে রেখেছে তারা। সাংবিধানিক আদালতের সাথেওমুরসীর সম্পর্ক ভালো যায়নি। ইসরাইল ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নতুন সরকারের কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরাইলের পর মিসরেরসেনাবাহিনী সর্বাধিক মার্কিন সাহায্য পেয়ে থাকে। ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা বড় সমস্যা হয়ে দেখা দেয়। কারণ হামাসের সাথে ব্রাদারহুডের রয়েছে আত্মিক সম্পর্ক। মুরসি শপথ গ্রহণের পর কায়রো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেছেন। ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। এতেই বাধসাধে ইসরাঈল এবং আমেরিকা। আজকের ইউরোপ আমেরিকা সবাইনির্বাচনের পর ড.মুরসিকে অভিনন্দন জানালেও তাদের প্রত্যেকেই মুসলিম ব্রাদারহুড কারা, কি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সবই জানা। একথা বলা যায় প্রথম ধাক্কায় তারা পরাজিত হলেও পশ্চিমারা তাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবে। তাছাড়া ইসরাইলের জন্য হুমকি এমন কোনোকিছুকেই আমেরিকা বরদাশত করবেনা। নির্বাচনীরায়কে পাশ্চাত্যের শাসক ওনীতি নির্ধারকেরা তখনই মানতে রাজী যখন সে নির্বাচনে তাদের তাঁবেদারবিজয়ী হয়। সেটিই ফুটে উঠেছে গত ২৭ই ২০১২ জুন তারিখে লন্ডনের ‘দি ইভেনিং স্টান্ডার্ড’ নামকএকটি দৈনিকে প্রকাশিত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মি. টনি ব্লেয়ারের লেখা এক প্রবন্ধে। উক্ত প্রবন্ধে টনি ব্লেয়ার- But it mustnow reinforce the idea that democracy isa way of thinking, not just of voting.অর্থঃ -এ ধারণাটিকে অবশ্যই বলিষ্ঠ করতে হবে যে গণতন্ত্রের অর্থ শুধু ভোটদান নয় বরং চিন্তা-চেতনার একটি ধরণ।’ উক্ত প্রবন্ধে তিনি আরো লিখেছেন, one thing, however, is for sure. Ithas huge consequences for us inthe West. This is not just about oil and energy. .. But the security issues alone, arising out of this upheaval, are momentous. অর্থঃ -একটি বিষয় অতি সুনিশ্চিত। পাশ্চাত্যে আমাদের জন্য (মধ্যপ্রাচ্যের এ বিপ্লব)বিশাল প্রভাব ফেলবে। সেটিশুধু তেল বা জ্বালানির ক্ষেত্রে নয়। শুধু মাত্র নিরাপত্তার ক্ষেত্রেই এ বিপ্লব-উদ্ভূত পরিস্থিতির ফলাফলটি হবে অতি ব্যাপক।’ টনি ব্লেয়ার ও তাঁর পাশ্চাত্যের মিত্র মধ্যপ্রাচ্যের বিপ্লবে নিরপেক্ষ নন। মিসরে তাদেরও একটি পক্ষ রয়েছে এবং ঘনিষ্ট মিত্রও রয়েছে।নিজেদের সে সেক্যুলার পক্ষ ও মিত্রদের চিনতে টনি ব্লেয়ার ভুল করেননি। তাদের পরাজয়ে তিনি যে দুঃখী এবং তাদেরকে একাকী ছেড়ে দেয়া যে পাশ্চাত্যেরজন্য ঠিক হবে না সে পরামর্শটিও তিনি উক্ত প্রবন্ধে রেখেছেন। তিনি লিখেছেন, “Remember that in Egypt, yes, the Muslim Brotherhood won a majority. But the outcome was close. There are a lot of worried liberal-minded people there who believe in more secular democracy as we do in the West. They should not be forgotten.Ó অর্থ-‘স্মরণ করুন যে, মিসরে মুসলিম ব্রাদারহুড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু ফলাফলটি অতি কাছাকাছির। সেখানে রয়েছে উদার মনের বহু মানুষ যারা সেক্যুলার গণতন্ত্রে বিশ্বাস করে যেমনটি আমরা পাশ্চাত্যে বিশ্বাস করি। তাদেরকে ভুলে থাকা যাবে না।’ তিনি লিখেছেন, So wehave to be engaged inthis struggle over the region. We are busy enough with our economic woes. But this challenge is equally daunting and equally urgent. অর্থ : ‘অতএব এলাকার উপর এ লড়াইয়েআমাদের লিপ্ত হতে হবে। অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় আমরা ইতোমধ্যেইযথেষ্ট ব্যস্ত। কিন্তু মধ্যপ্রাচ্যের বিপ্লব-উদ্ভুত এ চ্যালেঞ্জটিও সমভাবে বিপদজনক এবং সমভাবে জরুরি।’ এটা আমরা সকলেই জানি-ইসলামী আন্দোলনের এইপথ কোনো পরশ বিছানো গালিচা নয়। অনেক ষড়যন্ত্র, বাঁধা বিপত্তি, ত্যাগ কুরবানী আর শাহাদাতের পথ মাড়িয়ে মিসরআজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। দীঘদিন পর বিজয় অর্জন কওে তারা মুসলিম উম্ম্াহর জন্য আশার আলোর প্রদীপ জ্বালিয়েছে। এই বিচ্ছুরিতআলো অনেক স্বপ্ন, হিম্মত আর সাহস জেগেছে নির্যাতিতমানবতার হৃদয়ে। আবার হঠাৎতাদেও বিচ্যুতি মুসলিম উম্মাহকে কষ্ঠ দিচ্ছে, কিন্তু বিষ্মিত হবার কিছুনেই। আরশের মালিক আল্লাহ তায়ালা যেন ইখওয়ান কে সকল বিপদ মুসিবত,ষড়যন্ত্রমোকাবেলা করে আতœপর্যালোচনার মাধ্যমে আবার বিজয় কেতন উড়ানোর তাওফিক দান করেন। আমীন।
Posted on: Thu, 04 Jul 2013 12:00:32 +0000

Trending Topics




Do you have a
Pam and Gary Gerritsen drove Mr. Whiskers (fka Tom) home to Shadow

Recently Viewed Topics




© 2015