মাহফুজ আনাম ছাত্র জীবনে - TopicsExpress



          

মাহফুজ আনাম ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির কর্মী ছিলেন, আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের তথ্য ঠিক হলে সবান্ধব ভারতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে। তার রাজনৈতিক বিশ্লেষণ এবং গত কয়েক বছরে তার সরকারবিরোধী সমালোচনায় অতিষ্ঠ হয়ে তাকেও আওয়ামী প্রোপাগান্ডা ম্যাশিনের অংশরা অনিচ্ছুক মুক্তিযোদ্ধা বলেছেন- ছ্যাচ্চোর বাবু সাহেব বিডিনিউজে তাকে একটি মতামত লিখেছেন, অন্য সকল লেখার মতো মাহফুজ আনামের এই লেখাটিও সরকারের এবং তাদের অনুগত ভাবাদর্শ যোদ্ধাদের পছন্দ হবে না। মুক্তিযুদ্ধের কৃতিত্ব এককভাবে দখল করতে গিয়ে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের গৌরবময় অংশগ্রহন থেকে দেশের অধিকাংশ মানুষকে বিচ্ছিন্ন করে ফেলেছিলো সেই ভ্রান্তির পথে স্বাধীনতার মূল্যবোধ এবং চেতনা ধ্বংসের কাজটা সহজ হয়ে গিয়েছিলো। আমরা শোষণ ও বৈষম্যহীন যে রাষ্ট্র কল্পনা করেছিলাম সেখানে বর্ণ-ধর্ম- লিঙ্গ- গোত্র নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার ছিলো- সে জায়গা থেকে আমরা ধীরে ধীরে মুসলিম রাষ্ট্রে পরিণত হলাম যেখানে ধর্ম অবমাননার জন্যে রাষ্ট্রীয় জুলুম চলে- যেখানে প্রধানমন্ত্রীর ভাবমুর্তি অবমাননার জন্যে কাউকে ৭ বছরের জন্যে কারাবাসের শাস্তি ভোগ করতে হয়- ধীরে ধীরে প্রধানমন্ত্রী এবং তার প্রয়াত পিতা বাঙালী ধর্মের প্রধান নবী এবং পীর হয়ে উঠছেন। সাংবাদিকেরা সচেতন ভাবেই এই উদ্ভট আচরণকে স্নেহশীল দৃষ্টিতে দেখছেন। মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে তাদের তেমন তৎপরতা নেই, তারা ধীরে ধীরে নিজেদের সরকারী প্রেসনোট প্রকাশকে পরিণত করেছেন। ২০০৬ সালে লিখেছিলাম তুই রাজাকার শ্লোগান দিয়ে তার যাচ্ছে তাই গালাগালি করে জামায়াত ই ইসলামীকে দমন করা সম্ভব হবে না। একটি রাজনৈতিক দলকে রাজনৈতিক কৌশলে পরাভুত করতে হয়। ধর্ম বেচা রাজনৈতিক দলের বিরোধীতা করতে ধর্ম কে রাষ্ট্র ভাবনার কেন্দ্র থেকে সরিয়ে মানব কল্যান এবং সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ভাবনাকে রাষ্ট্রের মূল ভাবনার কেন্দ্রে পরিণত করতে হবে। গত ৮ বছরে আরও একদল উদ্ভট মানুষের জন্ম হয়েছে , এরা আমার সতীর্থ ব্লগারদের মতো বয়স্ক নয়, তরুণ এবং তারাও অন লাইনে কিবোর্ড চেপে যাচ্ছে তাই ভাষায় গালাগালি করাটাকে জামায়াতী প্রপাগান্ডা বন্ধের পথ ধরে নিয়েছেন- নিশ্চিত ভাবেই তারা গালির স্রোতে ভেসে অপরাপর জামায়াত ই ইসলামের আদর্শ বিরোধী মানুষদের থেকে নিজেদের পৃথক করে ফেলেছেন। তবে একই প্রক্রিয়ায় তারা জামায়াত ই ইসলামীর চেয়ে বেশী ধর্ম রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন
Posted on: Sat, 08 Nov 2014 14:29:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015