মোহরানা মাফ ** আমাদের - TopicsExpress



          

মোহরানা মাফ ** আমাদের দেশে অনেক পুরুষ সূরা নিসার ৪নং আয়াতকে ভিত্তি করে স্ত্রীর নিকট মোহরানা মাফের অনুরোধ করেন। এটা কতটুকু ঠিক? “আর আনন্দের সাথে (ফরয মনে করে) স্ত্রীদের মোহরানা আদায় করে দাও। তবে যদি তারা নিজেরাই নিজেদের ইচ্ছায় মোহরানার কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তোমরা সানন্দে তা খেতে পারো।” ( নিসা-৪) মূলত: এ আয়াতে যে মাফের কথা এসেছে তা হতে হবে কোন রকম প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ ছাড়াই। স্বামীর আবেদনের ভিত্তিতে মাফ এ পর্যায়ে পড়ে না। কারণ স্বামীর আবেদনটিই স্ত্রীর উপর একটি সুস্পষ্ট মানসিক চাপ। যেটাকে অনেকে Emotional blackmail * বলেন। অনেকে আবার একে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ের সঙ্গে তুলনা করেন। কারণ এ আবেদন গ্রহণ না করলে দাম্পত্য জীবন সুখকর না হওয়ার সম্ভাবনা থাকে, অশান্তির আশংকা থাকে। তাই এক্ষেত্রে সূরা নিসার এ আয়াতটি সামঞ্জস্যশীল নয়। স্বামীর কোন আবেদন ছাড়াই যদি কোন স্ত্রী মাফ করে দেন তবে একমাত্র সেক্ষেত্রেই মাফ পাওয়া যায়। “হে ঈমানদারগণ! তোমাদের জন্য স্ত্রীদের ঘাড়ে জবরদস্তি উত্তরাধিকারীর মতো চেপে বসা হারাম। তাদের নিজস্ব সম্পর্কে স্বাধীনভাবে খরচের পথে বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা তাদেরকে যে মোহরানা দান করছো জ্বালা-যন্ত্রণা বা চাপ সৃষ্টির মাধ্যমে তা থেকে কিছু আত্মসাৎ করার চেষ্টাও করো না।” (নিসা-১৯) এ সম্পর্কে শেখ মুহাম্মদ ইবনে আল-মুখতার আশ্-শানকিটি (President, Islamic Association of Lubbock, Texas, US) বলেছেন : “মোহর পাওয়া স্ত্রীর অধিকার আর দেয়া স্বামীর অবশ্য কর্তব্য। মূলনীতিগতভাবে স্ত্রী তা (আংশিক বা পুরোপুরি) মাফ করে দিতে পারে। কিন্তু স্বামী যদি মনে করে যে স্ত্রী তা লজ্জাবশত করেছে তবে স্বামীর মাফ পাওয়ার অধিকার থাকে না। কারণ ইসলামিক ফিকাহতে একটি নীতি আছে “যা কিছু লজ্জিত করে আদায় করা হয় তা চাপ প্রয়োগ করে নেয়ার শামিল।” তাছাড়া সূরা নিসার ৪নং আয়াত অনুসারে এটাই যথেষ্ট নয় যে মুখে মুখে মোহরানা মাফ করে দিলেই তা মাফ হয়ে যায় বরং স্বামীকে নিশ্চিত হতে হবে যে স্ত্রী নিজ থেকে সত্যিকার অর্থেই মাফ করে দিয়েছে।” * Emotional blackmail is a form of psychological manipulation, employing a mixture of threats, appeals and emotionally punitive behavior to control an intimate. [1] It may occur between parents and children, husbands and wives, siblings or close friends.
Posted on: Wed, 29 Oct 2014 11:23:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015